যে কারনে টালিউড ছেড়ে তামিলে গেলেন নায়িকা ঋত্বিকা
টালিউড অভিনেত্রী ঋত্বিকা সেন ‘বরবাদ’ নামে একটি ছবিতে অভিনয় করে দারুণ খ্যাতি পেলেও পরে কমে আসে তার কাজ। বলতে গেলে কলকাতা ইন্ডাষ্ট্রিতে সুবিধে করতে পারেনি আর। তাই এখন মনোযোগ তামিল সিনেমায়। ইতোমধ্যে তার অভিনীত তামিল ছবি মুক্তিও পেয়েছে।
কেন তিনি বাংলা ছেড়ে তামিল ছবিতে এলেন এ প্রসঙ্গে এই নায়িকা বলেন, টলিগঞ্জে এখন বিশ্বাসযোগ্য প্রযোজকের সংখ্যা কমেছে। তেমন নেই বললেও চলে। নতুন অনেক প্রযোজকের সঙ্গে কাজ করে তাদের মধ্যে চূড়ান্ত অপেশাদার মনোভাব লক্ষ্য করেছি। সেটা আমি দক্ষিণী ইন্ডাস্ট্রিতে এখনো পর্যন্ত সে রকম কোনো অভিজ্ঞতার সম্মুখীন হইনি।
মাঝে বেশ কয়েকবার গুঞ্জন উঠেছিল বাংলাদেশের ছবিতেও কাজ করছেন তিনি। কিন্তু তা আর বাস্তব হয়নি। তবে তামিল ইন্ডাষ্ট্রিতে ধীরে ধীরে আসন করতে পারছেন বলেই আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে জানালেন।
ঋত্বিকা বলেন, দক্ষিণে আমাকে মানুষ কিন্তু ‘বেঙ্গলি গার্ল’ নামেই চেনেন। আর আমি সেখানে বাংলার প্রতিনিধিত্ব করি। এরমধ্যে তো খারাপ কিছু নেই। আমি কিন্তু ডাল-ভাত খাওয়া বাঙালি। তবে সেখানে ধীরে ধীরে সেখানে পরিচিতি হয়ে উঠছি।
বেশ ছোট বয়সেই সিনেমায় আসেন ঋত্বিকা। এখন অবশ্য পুরোদস্তুর নায়িকা। এখন তিনি বিবিএ পড়ছেন। স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার ইচ্ছে রয়েছে তার। অভিনয় এবং পড়াশোনা ব্যালান্স করা খুব কঠিন হলেও সাহস জুগিয়েছেন তার মা। তাই দুটি কাজ একসঙ্গে করা সম্ভব হচ্ছে, যোগ করেন অভিনেত্রী।
ঋত্বিকা ইতোমধ্যে কলকাতার একটি ওয়েব সিরিজেও অভিনয় করছেন। নাম ‘অভিশপ্ত’।
জুন ৬, ২০২৩
এসবিডি/এবি/
মন্তব্য করুন: