• ঢাকা

  •  রোববার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

বিনোদন

চিত্রনায়িকা দিতির মেয়ে লামিয়ার ওপর হামলা

নিউজ ডেস্ক

 প্রকাশিত: ১১:৪৫, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

চিত্রনায়িকা দিতির মেয়ে লামিয়ার ওপর হামলা

লামিয়া চৌধুরী

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মামার বাড়িতে হামলার শিকার হয়েছেন চিত্রনায়িকা পারভীন সুলতানা দিতির মেয়ে লামিয়া চৌধুরী। জমিজমার বিরোধের জেরে (২২ ফেব্রুয়ারি) শনিবার দুপুরে সোনারগাঁ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। ফেসবুক লাইভে লামিয়া চৌধুরী এসব কথা জানান। 

ওই লাইভে লামিয়ার গাড়ি ভাঙচুর করতে দেখা যায়। লাইভে তিনি বলেন, ‘আমার পা ভেঙে ফেলা হয়েছে। আমি হাঁটতে পারছি না। আমার গাড়িও ভাঙা হয়েছে।’ 

পুলিশ ও স্থানীয়রা জানান, লামিয়ার মামা টিপু সুলতান ৯ বছর আগে মারা গেছেন। তবে তার পরিবারের সঙ্গে লামিয়াদের জমিসংক্রান্ত বিরোধ চলছে। এ নিয়ে আদালতে একটি মামলা চলছে। গতকাল জমির বিরোধ মীমাংসার উদ্দেশ্যে সালিশ বসানো হয়। সালিশে লামিয়ার পক্ষে স্থানীয় ও ঢাকা থেকে আসা কয়েকজন ছিলেন। 

অন্যদিকে প্রীতি স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকে তার পক্ষে ডেকে নিয়ে আসেন। বৈঠকের উভয়পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন হাতাহাতিতে জড়িয়ে পড়েন। তখন লামিয়ার গাড়ি ভাঙচুর করা হয়। উপস্থিত বিএনপির কর্মীরা সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের অনুসারী। ঘটনাস্থলে মোশারফ হোসেনও উপস্থিত ছিলেন। 

এ বিষয়ে মোশারফ হোসেন বলেন, ‘লোকজন শুনেছে, শেখ মারুফ (শেখ হাসিনার আত্মীয়) নাকি লামিয়ার সঙ্গে আসছে। এই খবর পেয়ে কয়েকজন মানুষ সেখানে গিয়েছিল। তবে মারুফকে পায়নি। আমার লোকজন কোনো হামলার সঙ্গে জড়িত না। মহিলারা মহিলারা এইটা করছে।’ 

তিনি আরও বলেন, ‘আমার বাড়ির পাশেই প্রীতিদের বাড়ি। লামিয়া লোকজন নিয়ে তার মামিকে মারধর করেছে, এই খবর পাওয়ার পর আমি সেখানে গিয়েছিলাম।’ 

প্রীতি বলেন, ‘আমার স্বামীর নামে ৩৮ শতাংশ জমি আছে। আমি আমার দুই সন্তানকে নিয়ে সেখানে বসবাস করছি। আমার একটা ছেলে অটিস্টিক। আমার স্বামীর জমি দখল করতে চায় লামিয়ারা। এ নিয়ে সালিশ বসলে লামিয়া ঢাকা থেকে লোকজন নিয়ে এসে আমার ওপর হামলা চালায়। আমি এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।’

তবে লামিয়ার সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা যায়নি। তার ফেসবুক অ্যাকাউন্টে খুদেবার্তা পাঠিয়েও সাড়া মেলেনি। 

এ বিষয়ে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, ‘এই ঘটনার পরপরই লামিয়া ঢাকায় চলে গেছেন বলে জেনেছি। তবে বিষয়টি নিয়ে আমরা কাজ করছি।’

এসবিডি/এবি

মন্তব্য করুন: