• ঢাকা

  •  বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

বিনোদন

বিরাট-অনুষ্কার এনগেজমেন্ট এখনই নয়

বিনোদন ডেস্ক

 প্রকাশিত: ০৯:০৮, ৩১ ডিসেম্বর ২০১৬

বিরাট-অনুষ্কার এনগেজমেন্ট এখনই নয়

এনগেজমেন্ট হচ্ছে বিরাট-অনুষ্কার! ভারতের উত্তরাখণ্ডে বিরাট-অনুষ্কার ছুটি কাটানো নিয়ে এমন জল্পনাই তৈরি হয়েছে গত কয়েকদিন ধরে। এবার সেই জল্পনার উত্তর দিলেন বিরাট নিজেই।

অনুষ্কা শর্মার সঙ্গে তার এনগেজমেন্ট নিয়ে যেসব খবর দেখানো হচ্ছে মিডিয়ায় তার জবাব দিতে গিয়ে তিনি বলেন, সংবাদমাধ্যমে ভুয়া খবর দেখিয়ে আপনাদের বিভ্রান্ত করছে। আমরা সেই বিভ্রান্তিটা শেষ করতে চাই। জানাতে চাই, এখনই আমাদের এনগেজমেন্ট হচ্ছে না। আর যদি এনগেজমেন্ট হয়, তা হলে সেটা লুকিয়ে কেন রাখব? সিম্পল…।

ছুটি কাটাতে এখন উত্তরাখণ্ডে আছেন বিরাট-অনুষ্কা। বুধবার রাতে তারা হরিদ্বারে এক আশ্রমে গিয়েছিলেন। আশ্রমের গুরু এ নিয়ে প্রচারমাধ্যমের সঙ্গে কথা বলতে না চাইলেও, তার শিষ্যদের কেউ কোহালিদের আশ্রমে আসার ছবি মিডিয়াকে দিয়ে দেন।

বৃহস্পতিবার কিছু মিডিয়া আগামী ১ জানুয়ারি তাদের বাগদান হবে উত্তরাখণ্ডে; এমন খবর প্রকাশ করে।

তবে বিরাটের দাদা বিকাশ কোহালিকে ফোনে ধরা হলে বললেন, পুরোটাই জল্পনা। এ রকম কোনও খবর আমার জানা নেই। আর আমি নিজেই তো ছুটিতে যাচ্ছি।

ডিসেম্বর ৩০, ২০১৬

মন্তব্য করুন: