• ঢাকা

  •  সোমবার, জানুয়ারি ৬, ২০২৫

ফিচার

পুকুরের জলে লাল শাপলার হাসি!

 প্রকাশিত: ১২:৫৯, ৭ আগস্ট ২০২২

পুকুরের জলে লাল শাপলার হাসি!

ছবি: মজিবুর রহমান

কেন্দুয়া (নেত্রকোণা): লাল শাপলা, যার আরেক নাম রক্ত কমল। এর বৈজ্ঞানিক নাম হলো Nymphaea rubra। নেত্রকোণা জেলার কেন্দুয়ায় একটি পুকুরে অন্যরকম মুগ্ধতা ছড়াচ্ছে।

পুকুরটির পূর্বপারে কেন্দুয়া উপজেলা ভূমি অফিস, উত্তর পারে বধ্যভূমি, পশ্চিম পারে কান্দিউড়া ভূমি অফিস আর দক্ষিণপাড়ে রাস্তা। এই মনোরম পরিবেশটাকে আরো কয়েক গুণ বাড়িয়ে তুলেছে লাল শাপলা।

এই পুকুরটি দেড় বছর আগে ছিল মজাপুকুর। বর্তমান বিভাগীয় কমিশনারের একান্ত সচিব খবিরুল আহসান কেন্দুয়ায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করার পর এই মজাপুকুরটি খননসহ অফিসের সৌন্দর্যবর্ধন কাজ শুরু করেন। বেদখল জমি উদ্ধারসহ বধ্যভূমিতে চিরঞ্জীব স্মৃতিফলক স্থাপন, পুকুরের চারপাশে রঙবেরঙের আলোকসজ্জা ও পুকুরের লাল শাপলা রোপন করা।

এবারই প্রথম ফুটেছে লাল শাপলা। এর সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছেন পথিক।

ছবি ও কথা : মজিবুর রহমান

আগস্ট ৭, ২০২২

মন্তব্য করুন: