• ঢাকা

  •  শুক্রবার, নভেম্বর ১৫, ২০২৪

অর্থ ও কৃষি

রেকর্ড ছাড়িয়ে গেল খেলাপি ঋণের পরিমাণ

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ২১:১১, ৩ সেপ্টেম্বর ২০২৪

রেকর্ড ছাড়িয়ে গেল খেলাপি ঋণের পরিমাণ

প্রতীকী ছবি

গেল জুন মাস শেষে ব্যাংক খাতের খেলাপি ঋণের পরিমাণ ছাড়িয়ে গেছে দুই লাখ ১১ হাজার কোটি টাকা। এটি মোট ঋণের সাড়ে ১২ শতাংশ।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

দেশে এর আগে খেলাপি ঋণ বেড়ে কখনো এতটা হয়নি। 

প্রতিবেদনে বলা হয়েছে, খেলাপি ঋণের প্রায় ৩৩ শতাংশই রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর। এসব ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ এক লাখ দুই হাজার কোটি টাকার বেশি। 

এর আগে, গত মার্চের শেষে ব্যাংকের খেলাপি ঋণ বেড়ে দাঁড়ায় এক লাখ ৮২ হাজার ২৯৫ কোটি টাকা, যা বিতরণ করা মোট ঋণের ১১ দশমিক ১১ শতাংশ।

খেলাপি ঋণ কমাতে ব্যাংকগুলোতে তদারকি বৃদ্ধির পাশাপাশি পর্যবেক্ষক ও সমন্বয়ক কাজ করছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এসবিডি/এবি

মন্তব্য করুন: