নওগাঁয় পর্যটন স্থান ভ্রমণে চালু হলো টুরিস্ট বাস
নওগাঁ: নওগাঁ জেলার ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থানসমূহ পরিদর্শনের সুবিধার্থে টুরিস্ট বাস চালু করা হয়েছে।
বুধবার (৪ মে) সকাল ৯টায় শহরের মুক্তির মোড় থেকে এই বাসটির প্রথম যাত্রা উদ্বোধন করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। এ সময় তিনি প্রথম দিনের যাত্রীদের রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার এ এম এ মামুন খান চিশতি, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইব্রাহিম, জেলা প্রেস ক্লাবের সভাপতি মো. কায়েস উদ্দিন, পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তফা কালিমী বাবুসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে ৩৮ আসনের ভ্রমণ বিলাস নামের বাসটি যাত্রীদের নিয়ে যাত্রা শুরু করে। বাসটি ধামইরহাট উপজেলায় জাতীয় উদ্যান আলতাদিঘী ও জগদ্দল বিহার, বদলগাছি উপজেলার পাহাড়পুর বৌদ্ধ বিহার ও হলুদ বিহার হয়ে নওগাঁ ফিরে আসবে।
ভ্রমণকারী যাত্রীদের সুযোগ সুবিধার অংশ হিসেবে দুপুরের খাবার ছাড়াও দু'বার চা নাস্তা সরবরাহ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।
মে ৫, ২০২২
এসবিডি/এবি/
মন্তব্য করুন: