ওমরাহ ই-ভিসা করতে বাংলাদেশি যাত্রীদের বায়োমেট্রিক তথ্য লাগবে
ছবি: সংগৃহীত
সৌদি আরবে ওমরাহর জন্য ইলেকট্রনিক ভিসা (ই-ভিসা) পেতে বাংলাদেশ-সহ পাঁচটি দেশের যাত্রীদের বায়োমেট্রিক তথ্য দিতে হবে, যার মধ্যে আঙুলের ছাপ রয়েছে।
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।
অন্য চারটি দেশ হলো যুক্তরাজ্য, তিউনিসিয়া, কুয়েত ও মালয়েশিয়া।
দ্য গালফ নিউজ-এর প্রতিবেদন অনুসারে, আগ্রহী ওমরাহযাত্রীদের সৌদি ভিসা বায়ো অ্যাপ ব্যবহার করতে হবে। যা উল্লেখযোগ্য ওমরাহ করতে যাওয়ার জন্য আঙুলের ছাপ ও সেলফি বায়োমেট্রিক-এর মাধ্যমে ভিসা নিবন্ধনের অনুমতি দেয়।
নতুন অ্যাপটি গত বছরের শেষের দিকে সৌদি আরব সরকার চালু করে। মোবাইল ডিভাইসে কার্যকর এই মাধ্যমে, বায়োমেট্রিক তালিকাভুক্তির অনুমতি দেওয়ার প্রতিশ্রুতি দেয় কর্তৃপক্ষ। যাতে মক্কায় ওমরাহযাত্রীরা ব্যক্তিগতভাবে ভিসা কেন্দ্রে যাওয়া এড়াতে পারেন।
২০২২ সালের ফেব্রুয়ারিতে সৌদি আরব একটি চিপসহ একটি ইলেকট্রনিক পাসপোর্ট চালু করেছে, যা ব্যবহারকারীর বায়োমেট্রিক সংরক্ষণ করে।
ডিসেম্বর ৫, ২০২২
এসবিডি/এবি/
মন্তব্য করুন: