• ঢাকা

  •  বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

ছুটির ফাঁকে

বাংলাদেশ-ভারত ট্রেন পরিষেবা ১০ দিন বন্ধ থাকবে

অনলাইন ডেস্ক:

 আপডেট: ১২:১৯, ১৪ জুন ২০২৩

বাংলাদেশ-ভারত ট্রেন পরিষেবা ১০ দিন বন্ধ থাকবে

পবিত্র ঈদুল-আজহা উপলক্ষে বাংলাদেশের সঙ্গে ভারতের সংযোগকারী মৈত্রী এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেস ট্রেন সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষ।

এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, কলকাতা-ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস (১৩১০৯/১৩১১০), ঢাকা-কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস (১৩১২৯/১৩১৩০) এবং কলকাতা-খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস (১৩১২৯/১৩১৩০) সাময়িকভাবে বন্ধ রাখার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রেল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বাংলাদেশে ঈদুল-আজহা উদযাপনের জন্য ট্রেনগুলো আপাতত বন্ধ রাখা হচ্ছে। ২৩ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত এই আন্তর্জাতিক ট্রেন পরিষেবা বন্ধ থাকবে।

ঈদে ট্রেনগুলোর বন্ধের সূচি:
১৩১০৭ ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: ২৩, ২৫, ২৭ ও ৩০ জুন এবং ২ জুলাই।
১৩১০৮ কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস: ২৪, ২৬ ও ২৮ জুন ও ১ এবং ৩ জুলাই।
১৩১০৯ কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস: ২৩, ২৭ ও ৩০ জুন।
১৩১১০ ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: ২৪ ও ২৮ জুন এবং ১ জুলাই।
১৩১২৯ কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস: ২৯ জুন।
১৩১৩০ খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস: ২৯ জুন।

এরপর থেকে অবশ্য আবার স্বাভাবিক পরিষেবা চালু হয়ে যাবে এই আন্তর্জাতিক দুই ট্রেনের।

ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক রেল যোগাযোগের ক্ষেত্রে এই দুটি ট্রেন ভীষণ গুরুত্বপূর্ণ ও জনপ্রিয়। বহু যাত্রী প্রতিদিন এই ট্রেনগুলোতে করে বাংলাদেশ থেকে ভারতে আসেন। আবার এপার বাংলা থেকেও অনেকে ওপার বাংলায় যান।

ঈদ-উল-আজ়হার জন্য ট্রেন চলাচল সাময়িকভাবে বাতিল থাকার কারণে অনেক যাত্রীকেই সমস্যায় পড়তে হতে পারে।

জুন ১৪, ২০২৩

এসবিডি/এবি/

মন্তব্য করুন: