• ঢাকা

  •  বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

ভিনদেশ

কিশোর জঙ্গিদের ধর্ষণের প্রশিক্ষণ দিচ্ছে বোকো হারাম

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: ০৯:০৮, ৩১ ডিসেম্বর ২০১৬

কিশোর জঙ্গিদের ধর্ষণের প্রশিক্ষণ দিচ্ছে বোকো হারাম

ঢাকা: এবার তাদের দলের কিশোর জঙ্গিদের ধর্ষণের প্রশিক্ষণ দিচ্ছে বোকো হারাম। এ সব কিশোরদের কারও কারও বয়স ১৩ বছরেরও নীচে।

ভয়ঙ্কর এই ঘটনাটি নিয়ে এবার রীতিমতো নড়েচড়ে বসেছে গোটা দুনিয়া। একটি সংবাদ সংস্থা জানায়, বোকো হারামের হয়ে প্রত্যেক বছর লড়াই করে বহু কিশোর জঙ্গি। লড়াইয়ের সময়ে অপহরণ করা হয় অসংখ্য নারী। তাদেরই ধর্ষণ করার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ওই কিশোর জঙ্গিদের।

সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে বোকো হারাম। সেখানে এক কিশোর জঙ্গি একথা স্বীকার করেছে। সেই সঙ্গে এই কিশোর জঙ্গি বলেছে, নাইজেরিয়ায় তাদের শাসন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই লড়াই অব্যাহত থাকবে।

তবে, তার থেকেও ভয়ঙ্কর ঘটনার নজির রয়েছে সেখানে। বোকো হারামের হাত থেকে পালিয়ে আসা এক মহিলা জানিয়েছেন, দলে থাকা কিশোর জঙ্গিরা কীভাবে তাদের ধর্ষণ করতো। তাদের মধ্যে অনেকেরই বয়স ১২ থেকে ১৩ বছরের বেশি হবে না।

ডিসেম্বর ৩০, ২০১৬

মন্তব্য করুন: