• ঢাকা

  •  বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

ভিনদেশ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ:

আফগানিস্তানের জন্য সংগৃহীত হেলিকপ্টার ইউক্রেনকে দেবে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক:

 প্রকাশিত: ০৮:৪৩, ৫ মে ২০২২

আফগানিস্তানের জন্য সংগৃহীত হেলিকপ্টার ইউক্রেনকে দেবে যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

ইউক্রেনকে ১৬টি এমআই-১৭ হেলিকপ্টার দিচ্ছে যুক্তরাষ্ট্র। এই হেলিকপ্টারগুলো আফগানিস্তানের জন্য কেনা হয়েছিল।

আফগানিস্তানের ঘটনা পর্যবেক্ষণের দায়িত্বে নিয়জিত যুক্তরাষ্ট্রের একটি সরকারি সংস্থা বুধবার (৪ মে) একথা জানিয়েছে।

ডিপার্টমেন্ট অব ডিফেন্স (ডিওডি) বা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রক জানুয়ারিতে কংগ্রেসকে অবহিত করেছিল, তারা ইউক্রেনের সরকারকে রাশিয়ায়-নির্মিত হেলিকপ্টারগুলির মধ্যে পাঁচটি দিতে চায়, যেগুলি ইউক্রেনের একটি স্থাপনায় রক্ষণাবেক্ষণ করা হচ্ছিল।

আফগানিস্তান পুনর্গঠনের জন্য বিশেষ মহাপরিদর্শক (সিগার) এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের কাছে পেশ করা তাদের ত্রৈমাসিক প্রতিবেদনে উল্লেখ করেছে, 'গত ১১ মার্চ ইউক্রেন এই অতিরিক্ত প্রতিরক্ষা সরঞ্জামগুলো গ্রহণ করেছে।"

প্রতিবেদনে আরো বলা হয়েছে, 'এপ্রিলের মাঝামাঝি সময়ে প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের জন্য একটি সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছিলেন, যেখানে আফগানিস্তানের জন্য নির্ধারিত ১১টি এমআই-১৭ হেলিকপ্টার অন্তর্ভুক্ত ছিল।'

এমআই-১৭ হেলিকপ্টারগুলির বেশিরভাগ সৈন্য এবং সামরিক সরঞ্জাম বহন করতে ব্যবহৃত হয়। ইউক্রেন হলো প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন প্রজাতন্ত্রগুলির মধ্যে একটি, যারা হেলিকপ্টারগুলির উৎপাদন এবং মেরামত করে থাকে৷

মে ৫, ২০২২

এসবিডি/এবি/

মন্তব্য করুন: