• ঢাকা

  •  শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫

ভিনদেশ

পুতিনকে সৌদি বাদশাহ ও যুবরাজের অভিনন্দনবার্তা

নিউজ ডেস্ক:

 প্রকাশিত: ১২:০৪, ১০ মে ২০২২

পুতিনকে সৌদি বাদশাহ ও যুবরাজের অভিনন্দনবার্তা

ছবি: সংগৃহীত

রাশিয়ার বিজয় দিবসে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

সোমবার (৯ মে) সৌদি গেজেট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদেনে বলা হয়, অভিনন্দন বার্তায় পুতিনের সুস্বাস্থ্য কামনা করেছেন সৌদি বাদশাহ ও যুবরাজ। পাশাপাশি, রাশিয়ার জনগণ ও সরকারের উন্নতিও কামনা করেছেন তারা।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে তৎকালীন সোভিয়েত বাহিনীর হাতে জার্মান নাৎসি বাহিনীর পরাজয়ের দিনটিকে ‘বিজয় দিবস’ হিসেবে পালন করে থাকে রাশিয়া। সোমবার ছিল ওই বিজয়ের ৭৭তম বার্ষিকী। বিজয় দিবস উপলক্ষে মস্কোর ঐতিহাসিক রেড স্কয়্যারে ভাষণ দেন পুতিন। সেখানে ইউক্রেনের চলমান রুশ অভিযানের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও তাদের সামরিক জোট ন্যাটোর সঙ্গে ইউক্রেনের সখ্যতা ‘বিপজ্জনক’ পর্যায়ে পৌঁছেছিল। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ন্যাটো ইউক্রেনকে আধুনিক অস্ত্রশস্ত্র সরবরাহ করছিল যা দিন দিন রাশিয়ার সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠছিল।

তিনি আরও বলেন, রাশিয়ার নিরাপত্তা নিশ্চিতে গত বছর ডিসেম্বরে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে সংলাপের প্রস্তাব জানিয়েছিল মস্কো, কিন্তু তারা এই প্রস্তাবকে আমলে নেয়নি।

গত ২৪ ফেব্রুয়ারি রুশ সেনা বাহিনীকে ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর নির্দেশ দেন পুতিন। তার দু’দিন আগে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দনেতস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন তিনি।

মে ১০, ২০২২

এসবিডি/এবি/

মন্তব্য করুন: