• ঢাকা

  •  সোমবার, নভেম্বর ১৮, ২০২৪

ভিনদেশ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ:

জার্মানিসহ ইউরোপে গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছে রাশিয়া

নিউজ ডেস্ক:

 প্রকাশিত: ১১:৪৮, ২৪ জুন ২০২২

জার্মানিসহ ইউরোপে গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছে রাশিয়া

ছবি: সংগৃহীত

রাশিয়ার ইউক্রেন আক্রমণকে ঘিরে ইউরোপীয় ইউনিয়ন ও রাশিয়ার মধ্যে যে অচলাবস্থা চলছে তার সবশেষ পর্যায়ে গ্যাস সরবরাহ নিয়ে তৈরি হয়েছে সঙ্কট। জার্মানিসহ ইউরোপের বেশ কয়েকটি দেশে গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছে রাশিয়া। ফলে রাশিয়া থেকে গ্যাস সরবরাহ কমে যাবার পর জার্মানি এখন গ্যাস রেশন করার পথে হাঁটছে।

বিবিসি জানায়, জার্মানির অর্থ মন্ত্রণালয় বলছে, ঘাটতি মোকাবেলার জন্য দেশটিতে যে জরুরিকালীন গ্যাস পরিকল্পনা রয়েছে তা সক্রিয় করতে ‘সতর্ক সঙ্কেত’ জারি করেছে দেশটি।

জার্মানির অর্থমন্ত্রী রবার্ট হাবেক বলেছেন, ইইউর আরোপ করা নিষেধাজ্ঞার পাল্টা জবাব দিতে রাশিয়া গ্যাসকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। আমাদের চোখ বন্ধ করে থাকার মানে হয় না। গ্যাস সরবরাহ কেটে দেয়াটা পরিষ্কার আমাদের ওপর পুতিনের হামলা। জার্মানিকে এখন গ্যাসের ব্যবহার কমাতে হবে।

তিনি বলেন, জার্মানির শিল্পখাতে গ্যাস রেশন করার প্রয়োজন দেখা দেবে না, তবে অবশ্যই এই সম্ভাবনা নাকচ করা যাচ্ছে না।

জার্মানির অর্থ মন্ত্রণালয় বলছে, পরিস্থিতি উদ্বেগজনক। নর্ড স্ট্রিম পাইপলাইন দিয়ে এখন স্বাভাবিক মাত্রার মাত্র ৪০ শতাংশ গ্যাস আসছে এবং এই মাত্রা অব্যাহত থাকলে আগামী শীতে প্রয়োজনীয় মজুদের ৯০ শতাংশ নিশ্চিত করতে জার্মানিকে বেগ পেতে হবে।

রাশিয়া গ্যাসের সরবরাহ কমিয়ে দেয়ার প্রভাব এখন পড়েছে ইউরোপের ১২টি দেশে। বৃহস্পতিবার (২৩ জুন) এ তথ্য জানিয়েছেন ইইউ’র পরিবেশ নীতি বিষয়ক প্রধান ফ্র্যান্স টিমারম্যান্স।

রাশিয়া গত সপ্তাহে যন্ত্রপাতির সমস্যার যুক্তি দিয়ে নর্ড স্ট্রিম-১ পাইপলাইনের মাধ্যমে তাদের গ্যাস সরবরাহ ৪০ শতাংশ কমিয়ে দেয়, যার প্রভাব পড়েছে জার্মানিতে।

গ্যাস কেনার অর্থ পরিশোধের জন্য নতুন পদ্ধতি প্রত্যাখান করায় পোল্যান্ড, বুলগেরিয়া, নেদারল্যান্ডস, ডেনমার্ক এবং ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ ইতোমধ্যেই বন্ধ করে দিয়েছে রাশিয়া।

জুন ২৪, ২০২২

এসবিডি/এবি/

মন্তব্য করুন: