রাশিয়া-ইউক্রেন যুদ্ধ:
যুদ্ধের ১১ মাসে ইউক্রেনের ৭ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত
ছবি: সংগৃহীত
রুশ-ইউক্রেন যুদ্ধের ১১ মাস পূর্ণ হলো ২৪ জানুয়ারি। এই সময়ে রুশ হামলায় ইউক্রেনের ১৮ হাজারেরও বেশি বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। এদের মধ্যে নিহত অন্তত ৭ হাজার ৩১ জন।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) প্রকাশিত জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্টে এই তথ্য উঠে এসেছে।
মানবাধিকার কমিশনের রিপোর্টে মারিয়ুপোল (ডোনেৎস্ক অঞ্চল), ইজ়িয়ম (খারকিভ অঞ্চল), লাইসিচান্স্ক, পোপ্সনা এবং সিভিয়েরোডোনেতস্ক (লুহানস্ক অঞ্চল) থেকে এখনো পুরো তথ্য আসেনি। ওই অঞ্চলগুলো থেকে বহু বেসামরিক নগারিকের হতাহতের অভিযোগ এসেছে। ফলে মোট হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে সেনা অভিযানের ঘোষণা করেছিলেন। এর পরেই রাজধানী কিভ-সহ বিভিন্ন ঘনবসতিপূর্ণ এলাকার উপর ধারাবাহিক ভাবে বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী।
প্রসঙ্গত, দু’মাস আগে যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর জেনারেল মার্ক মিলেরি গোয়েন্দা সূত্র উদ্ধৃত করে দাবি করেন, ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ওই যুদ্ধে রুশ বাহিনীর হামলায় ৪০ হাজারেরও বেশি সাধারণ ইউক্রেনীয় নাগরিক নিহত হয়েছে।
জানুয়ারি ২৫, ২০২৩
এসবিডি/এবি/
মন্তব্য করুন: