• ঢাকা

  •  বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

ভিনদেশ

রাশিয়া সফরে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং

নিউজ ডেস্ক:

 প্রকাশিত: ০৯:২৪, ২০ মার্চ ২০২৩

রাশিয়া সফরে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং

তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেখানে তিনি সোমবার থেকে বুধবার পর্যন্ত রুশ নেতা ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করবেন।

সংঘাতের অবসানে শান্তি আলোচনা শুরু করার জন্য রাশিয়া এবং ইউক্রেনের প্রতি আহ্বান জানানোর পর এই সফরের ঘোষণা দিয়েছিল চীন।

চীনের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন গত শুক্রবার (১৭ মার্চ) বলেছিলেন, শি'র রাশিয়া সফর “দুই দেশের মধ্যকার কৌশলগত সমন্বয় এবং কার্যকর সহযোগিতার বৃদ্ধি করবে। আর, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে নতুন উপাদান যুক্ত করবে।”

শি রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে আলোচনার আহ্বান জানানোর পর, গত মাসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছিলেন, তিনি শি'র সাথে সাক্ষাৎ করবেন।

চীন এবং রাশিয়া বেশ বিভিন্ন ক্ষেত্রে তাদের সম্পর্ক জোরদার করেছে। তাদের মতে, তারা “সীমাহীন” অংশীদারিত্বে প্রবেশ করেছে।

সর্বশেষ, গত বছর চীনে দুজনের দেখা হয়েছিল। সেসময় পুতিন শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।আর সেপ্টেম্বরে উজবেকিস্তানে একটি আঞ্চলিক সম্মেলনে যোগ দিলে তাদের দেখা হয়।

গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ করে রাশিয়া।

মার্চ ২০, ২০২৩

এসবিডি/এবি/

মন্তব্য করুন: