• ঢাকা

  •  বুধবার, অক্টোবর ১৬, ২০২৪

ভিনদেশ

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন বিজ্ঞানী হপফিল্ড ও হিন্টন

নিউজ ডেস্ক

 প্রকাশিত: ১৯:৫৫, ৮ অক্টোবর ২০২৪

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন বিজ্ঞানী হপফিল্ড ও হিন্টন

পদার্থবিজ্ঞানে এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী জন জে হপফিল্ড ও কানাডিয়ান বিজ্ঞানী জফ্রি ই হিন্টন।

পদার্থবিজ্ঞানে এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী জন জে হপফিল্ড ও কানাডিয়ান বিজ্ঞানী জফ্রি ই হিন্টন।

মঙ্গলবার (৮ অক্টোবর) নোবেল প্রাইজ অর্গাইনাইজের অফিশিয়াল ওয়েবসাইটের বিজ্ঞপ্তি থেকে জানা গেছে এ তথ্য।

কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে মেশিন লার্নিং সম্ভবপর করে তুলতে গুরুত্বপূর্ণ উদ্বাবন ও আবিষ্কারের জন্য এ পুরস্কার দেওয়া হয়েছে তাদের।

এ দুই বিজ্ঞানীর গবেষণা মেশিন লার্নিং ও আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স তথা কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছে। 

এর আগে সোমবার বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে সুইডেনের স্টকহোম থেকে চলতি বছরের পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের তালিকা প্রকাশ করে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।

বিজ্ঞানী হপফিল্ড এমন গঠন তৈরি করেছেন, যা তথ্য সংরক্ষণের পাশাপাশি রিকনস্ট্রাক্ট বা পুনর্গঠনও করতে পারে। আর বিজ্ঞানী হিন্টন এমন পদ্ধতি উদ্ধাবন করেছেন, যা তথ্যে বিদ্যমান বৈশিষ্ট্য স্বাধীনভাবে খুঁজে বের করতে পারে। যা এই সময় ব্যবহৃত নিউরাল নেটওয়ার্কগুলোর মধ্যে বিশেষ ভূমিকা রাখছে।

নোবেলজয়ী বিজ্ঞানীরা একটি নোবেল মেডেল, একটি সনদপত্র এবং মোট ১১ মিলিয়ন, অর্থাৎ এক কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা পাবেন। যার বর্তমান বাজারমূল্য প্রায় ১০ লাখ ৬৭ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি ৮০ লাখ)। এই দুই নোবেলজয়ীর মধ্যে এই অর্থ ভাগ হবে।

এসবিডি/এবি

মন্তব্য করুন: