• ঢাকা

  •  বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

ভিনদেশ

বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে কড়া মন্তব্য করলেন ডোনাল্ড ট্রাম্প

নিউজ ডেস্ক

 আপডেট: ১২:০৫, ১ নভেম্বর ২০২৪

বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে কড়া মন্তব্য করলেন ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর ‘বর্বর সহিংসতা’র কড়া মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মাইক্রোব্লগিং সাইট এক্স-এ পোস্ট করে ট্রাম্প এ মন্তব্য করেন।

তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকলে এটা কখনও ঘটতো না বলেও জানিয়েছেন সাবেক এই প্রেসিডেন্ট।

পোস্টে তিনি বলেন, ‘আমি বাংলাদেশে হিন্দু, খ্রিষ্টান এবং অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে ‘বর্বর সহিংসতার’ তীব্র নিন্দা জানাচ্ছি, যারা উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক আক্রমণ ও লুটপাটের শিকার হয়েছেন। বাংলাদেশ এখন পুরোপুরি বিশৃঙ্খল।’’

ট্রাম্প বলেন, ‘আমার চোখের সামনে কখনই এমন ঘটতো না। সারা বিশ্বে ও আমেরিকায় হিন্দুদের অবহেলা করেছেন কমলা হ্যারিস ও জো বাইডেন। ইসরায়েল থেকে শুরু করে ইউক্রেন থেকে আমাদের দক্ষিণ সীমান্ত পর্যন্ত ঘটনা একটি বিপর্যয়। কিন্তু আমরা আমেরিকাকে আবার শক্তিশালী করব এবং শক্তিমত্তা দিয়ে শান্তি ফিরিয়ে আনব!’

হিন্দু আমেরিকানদের ‘কট্টর বামপন্থি’ ও ধর্মবিরোধী অ্যাজেন্ডা থেকে রক্ষা করার কথাও বলেন তিনি।

ট্রাম্প বলেন, ‘আপনাদের স্বাধীনতার জন্য লড়াই করব। আমার প্রশাসনের অধীনে আমরা ভারত এবং আমার ঘনিষ্ঠ বন্ধু প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আমাদের বৃহৎ অংশীদারত্বকে আরও শক্তিশালী করব।’

আরও নিয়মনীতি এবং অধিক কর দিয়ে কমলা হ্যারিস ছোট ব্যবসাগুলোকে ধ্বংস করে দেবেন বলেও সতর্ক করেন ট্রাম্প। 

তিনি বলেন, ‘এর বিপরীতে আমি কর কমিয়েছিলাম, নিয়মনীতি সহজ করেছিলাম এবং ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্থনীতি গড়ে তুলেছিলাম। আমরা এটি আবার করব, আগের যে কোনো সময়ের চেয়ে আরও বৃহৎ এবং ভালো; এবং আমরা আমেরিকাকে আবারও মহান করব।’

দীপাবলির শুভেচ্ছা জানিয়ে সাবেক এই প্রেসিডেন্ট বলেন, ‘আমি আশা করি আলোর উৎসব মন্দকে সরিয়ে ভালোর বিজয়ের দিকে নিয়ে যাবে!’

এসবিডি/এবি

মন্তব্য করুন: