• ঢাকা

  •  বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

ভিনদেশ

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ট্রাম্প

নিউজ ডেস্ক

 প্রকাশিত: ২০:০৭, ৬ নভেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্প কার্ড যাকে বলে সেটাই দেখালেন যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০১৬ সালে প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ২০২০ সালে করোনা মহামারির সময় হেরে যান জো বাইডেনের সঙ্গে। কিন্তু দমে যাননি। ফলাফল, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ব্যবধানে জয় পেলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

এর মধ্যদিয়ে পরাজিত প্রেসিডেন্ট হওয়ার পর ফের নির্বাচিত হবার অনন্য রেকর্ড ভাঙলেন ট্রাম্প।

স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে তিনি দ্বিতীয়বারের মতো 'বিশ্ব মোড়লের' আসনে বসতে চলেছেন। এর মধ্যদিয়ে হোয়াইট হাউস ছাড়ার চার বছর পর আবারও দারুণভাবে রাজনৈতিক প্রত্যাবর্তন করলেন ট্রাম্প।

মূল প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট কমলা হ্যারিসের চেয়ে এবার শুধু ইলেকটোরাল কলেজ ভোটে নয়, পপুলার ভোটেও উল্লেখযোগ্য ব্যবধানে জিতেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ট্রাম্প পেয়েছেন ৭ কোটি ৮ লাখ ৮৪ হাজার ৩৪৯টি ভোট। আর পরাজিত প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ৬ কোটি ৫৮ লাখ ২৫ হাজার ৮৬৭ ভোট।  

২০১৬ সালে ট্রাম্প প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হলেও তখনকার ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনের চেয়ে পপুলার ভোট প্রায় দুই শতাংশ কম পেয়েছিলেন। বিবিসির খবর অনুযায়ী, ইলেকটোরাল কলেজ ভোটে ট্রাম্প ২৭৯টি এবং কমলা ২২৩টি পেয়েছেন। যুক্তরাষ্ট্রে মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। প্রেসিডেন্ট নির্বাচিত হতে কোনো প্রার্থীকে ম্যাজিক ফিগার ২৭০ পেতে হয়।

সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ফলে তিনি গ্রোভার ক্লিভল্যান্ডের পর দ্বিতীয় প্রেসিডেন্ট হওয়ার রেকর্ড গড়লেন। যিনি মেয়াদ শেষে নির্বাচনে হেরে গিয়ে চার বছর পর ফের জয়ী হলেন।

ক্লিভল্যান্ড পরাজিত হওয়ার পর আবারও নির্বাচিত হয়েছিলেন। পরপর নয় বরং দুটি ভিন্ন মেয়াদে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছিলেন তিনি।

সাবেক ডেমোক্রেট প্রেসিডেন্ট ক্লিভল্যান্ড প্রথমবারের মতো এমন অনন্য সফলতা দেখিয়েছিলেন ১৮৯৩ সালের নির্বাচনে জয়লাভ করে। ১৩১ বছরের আগেকার সেই অনবদ্য রেকর্ডের অংশিদার হলেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্পের জন্ম ১৯৪৬ সালের ১৪ জুন। স্কুলে দুষ্টমি ও উচ্ছৃঙ্খল আচরণের জন্য ১৩ বছর বয়সে তাকে সামরিক একাডেমিতে পাঠিয়ে দেওয়া হয়। তিনি পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। বিয়ে করেছেন তিনটি। সবশেষ ২০০৫ সালে বর্তমান স্ত্রী মেলানিয়ার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তিনি। ব্যারন উইলিয়াম ট্রাম্প নামে তাদের একটি ছেলে রয়েছে।

ট্রাম্প প্রেসিডেন্ট পদে লড়ার প্রথম আগ্রহ প্রকাশ করেন ১৯৮৭ সালে। এমনকী রিফর্ম পার্টির প্রার্থী হিসেবে তিনি ২০০০ সালে প্রতিদ্বন্দ্বিতাও করেন। তবে ২০১৬ সালে হিলারি ক্লিনটনকে হারিয়ে তিনি প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হন। পরে ২০২০ সালে জো বাইডেনের কাছে হেরে হোয়াইট হাউস থেকে বিদায় নেন। তবে এবার ২০২৪ সালে কমলাকে হারিয়ে আবারও চার বছরের জন্য মার্কিন মুলুকের সিংহাসনে বসলেন ৭৯ বছর বয়সী ট্রাম্প।

এসবিডি/এবি

মন্তব্য করুন: