• ঢাকা

  •  শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

ভিনদেশ

আসিফ নজরুলের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণকারীদের শাস্তি চায় ফিনল্যান্ড বিএনপি

জামান সরকার, হেলসিংকি থেকে

 আপডেট: ১৯:৫৮, ৯ নভেম্বর ২০২৪

আসিফ নজরুলের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণকারীদের শাস্তি চায় ফিনল্যান্ড বিএনপি

ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আওয়ামী লীগের নেতাদের শাস্তির দাবি জানিয়েছে ফিনল্যান্ড বিএনপি।

শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় ফিনল্যান্ড বিএনপির অফিসিয়াল ফেসবুকে এক বিবৃতিতে দলের সভাপতি কামরুল হাসান জনি ও সাধারণ সম্পাদক জামান সরকারসহ প্রবাসী নেতারা এই নিন্দা, প্রতিবাদ ও শাস্তির দাবি জানান।

এতে ফিনল্যান্ড বিএনপির নেতৃবৃন্দ বলেন, গতকাল ফ্র্যান্সে যাওয়ার পথে সুইজারল্যান্ডের জেনেভা এয়ারপোর্টের সামনে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে কতিপয় আওয়ামী দুর্বৃত্ত অসৌজন্যমূলক ও অনৈতিক আচরণ করে। বিদেশের মাটিতে নিজ দেশের সরকারের একজন উপদেষ্টার সঙ্গে এ ধরনের অনৈতিক ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ শুধু অনভিপ্রেতই নয়, দেশ ও জনগণের আত্মমর্যাদায় চরম আঘাতও বটে।

ফিনল্যান্ড বিএনপির বিবৃতিতে আরও বলা হয়, আওয়ামী দুর্বৃত্তদের উচ্ছৃঙ্খল আচরণে আবারও প্রমাণিত করেছে যে, তারা রাষ্ট্রীয় অর্থনীতির হরিলুট এবং টাকা পাচারসহ অসৎ অনাচারের মাধ্যমে কর্তৃত্ববাদী শেখ হাসিনার হত্যা-গুমের রাজনীতির বিশ্বাস থেকে সরে আসেনি। গণতন্ত্রের সঙ্গে শত্রুতা আওয়ামী লীগের চিরদিনের বৈশিষ্ট্য। সুইজারল্যান্ড জেনেভা এয়ারপোর্টের সামনে ড. আসিফ নজরুলের সাথে অশোভন আচরণ শেখ হাসিনার তৈরি করা সেই দুঃশাসনেরই অভিব্যক্তি।

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের যথাযথ নিরাপত্তা বা প্রটোকলে সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশ দূতাবাস ও মিশনের অবহেলা বা ঘাটতি রয়েছে কিনা তা খতিয়ে দেখার অনুরোধ জানান ফিনল্যান্ড বিএনপির নেতারা।

বিবৃতিতে  ফিনল্যান্ড বিএনপির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, মবিন মোহাম্মদ, জুলফিকার মোঃ আশরাফ সাগর, এজাজুল হক ভূঁইয়া রুবেল, মোঃ জাহাঙ্গীর আলম, তাপস খান, মাসুদ রহমান, মোকলেসুর রহমান চপল, গাজী মোঃ সামসুল আলম, মোঃ শামীম বেপারী, মেহেদি হাসান লিউ, মোঃ রবিউল ইসলাম, অঞ্জন হাওলাদার, হামিদুল ইসলাম, মোঃ আল ইমরান, গিয়াস উদ্দিন আহমেদ, মোহাম্মদ আলাউদ্দিন, মোঃ সাইফুল ইসলাম, লিটন দেওয়ান, মহসিন আলম, হোসাইন রিফাত আরমান, সাব্বির আহমেদ লস্কর, রাফাত ঢালী, আবু নোমান, দবির হোসেন, রাব্বি আহমেদ, জেসমিন স্মৃতি, খাদিজা পারভীন, আসলাম ফকির লিটন,  মিজানুর রহমান মিঠু, আরিফুল ইসলাম, মোঃ জাকির আলম, সাফাত ঢালী, মাজহারুল ইসলাম, রাশাদ ঢালী, আনোয়ার খান, রাথিন আহমেদ কর্ণেল, হালিম শেখ, মোঃ রকিবুল ইসলাম রুবেল, ইমরান আলম, মোঃ রাহান আলম, হাপেজ মোঃ সাইদুল ইসলাম, সাজিদ খান জনি, মোঃ লিয়াকত আলী কিরন, ফিনল্যান্ড বিএনপির প্রধান উপদেষ্টা মোঃ আবদুর রশিদ, মহিউদ্দিন আহমেদ মানিক, জহিরুল আলম নজরুল, এনামুল হক শিপু, ফয়েজ আহাম্মেদ, মোঃ আনিসুর রহমান, প্রদীপ কুমার সাহা, বদরুম মনির ফেরদৌস প্রমুখ।

মন্তব্য করুন: