• ঢাকা

  •  বুধবার, জানুয়ারি ২২, ২০২৫

ভিনদেশ

সাউথওয়েস্ট এয়ারলাইন্সের ফ্লাইটে গুলি

নিউজ ডেস্ক

 প্রকাশিত: ২০:১০, ১৬ নভেম্বর ২০২৪

সাউথওয়েস্ট এয়ারলাইন্সের ফ্লাইটে গুলি

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ডালাসে উড্ডয়নের সময় সাউথওয়েস্ট এয়ারলাইন্সের একটি ফ্লাইটে গুলি করা হয়েছে। 

শুক্রবার (১৫ নভেম্বর) স্থানীয় সময় রাত ৮টা ৩০মিনিটে ডালাস লাভ ফিল্ড বিমানবন্দরে এ ঘটনায় কেউ হতাহত না হলেও বিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এ তথ্য জানিয়েছে। 

বার্তা সংস্থা এএফপি বলছে, সাউথওয়েস্ট এয়ারলাইন্স ফ্লাইট ২৪৯৪ ডালাস থেকে ইন্ডিয়ানাপলিসের পথে উড্ডয়নের জন্য প্রস্তুতি নিচ্ছিল।

ওয়েবসাইটে এফএএ জানায়, ডালাস লাভ ফিল্ড বিমানবন্দরে উড্ডয়নের আগে ককপিটের কাছাকাছি গুলির আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ঘটনার পর বোয়িং ৭৩৭-৮০০ বিমানটির যাত্রা বাতিল করে যাত্রীদের নিরাপদে নামিয়ে দেয়। কে বা কারা এই গুলি করছে, তা এখনো ধারণা করা যাচ্ছে না।

ডালাস লাভ ফিল্ড বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় কোনো যাত্রী আহত হননি। বিষয়টি তদন্তাধীন।

এসবিডি/এবি

মন্তব্য করুন: