প্রেমিকাকে খুন করে দেহ ফ্রিজে রেখেছিলেন প্রেমিক
ছবি: সংগৃহীত
প্রেমিকা তথা লিভইন পার্টনারকে খুন করে ১০ মাস ধরে মরদেহ ফ্রিজে রেখে দিয়েছিলেন প্রেমিক। ২০২৪ সালের মার্চ মাসে প্রতিভাকে খুন করেছিলেন তার পার্টনার সঞ্জয়।
ঘটনাটি ভারতের মধ্যপ্রদেশের দেওয়াস জেলায়।
খুন হওয়া নারীর নাম প্রতিভা পাটিদার। বয়স ৩৫ বছর। আর অভিযুক্ত প্রেমিক সঞ্জয় পাটিদারের বয়স ৪১।
খুন করার পর তিনি গত বছরের জুনে সেই ফ্ল্যাট ছেড়ে দেন।
গত শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে সেই বিল্ডিংয়ের অন্য বাসিন্দারা বাজে গন্ধ পেতে শুরু করেন সেই ফ্ল্যাট থেকে। এর পর বলবীর রাজপুত নামে এক ভাড়াটিয়া সেই ফ্ল্যাটে ঢুকে নারীর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
এ প্রসঙ্গে দেওয়াসের পুলিশ সুপার পুনীত গেহলট জানান, ২০২৪ সালের মার্চ মাসেই প্রতিভাকে খুন করেছিল সঞ্জয়। প্রতিভার মরদেহ উদ্ধারের কয়েক ঘণ্টা পরেই সঞ্জয়কে উজ্জয়িনী থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ফ্রিজ থেকে যখন প্রতিভার মরদেহ উদ্ধার হয়, তখন দেখা গেছে, তার দুটো হাত বাঁধা। স্থানীয়রা জানান, ২০২৪ সালের মার্চ মাস থেকেই তারা প্রতিভাকে দেখেননি। আর সঞ্জয় জুন মাসে সেই বাড়ি ছেড়ে চলে যান।
পুলিশি জেরায় ধৃত সঞ্জয় জানান, পাঁচ বছর ধরে তিনি প্রতিভার সঙ্গে লিভইন সম্পর্কে ছিলেন। ২০২৩ সালে তারা দেওয়াসে চলে আসেন। প্রতিবেশীদের সঞ্জয়-প্রতিভারা জানিয়েছিলেন যে তারা বিবাহিত। তবে ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে দুজনের সম্পর্কে তিক্ততা শুরু হয়।
প্রতিভা সঞ্জয়কে বিয়ে করার জন্যে চাপ দিতেন বলে জানা যায়। তবে সঞ্জয় তা অস্বীকার করেন। এ নিয়ে তাদের মধ্যে ঝামেলা হতো। এপর ২০২৪ সালের মার্চ মাসে সঞ্জয় প্রতিভাকে খুনের সিদ্ধান্ত নেন। এর জন্যে তিনি বিনোদ দাভে নামে তার এক বন্ধুর সাহায্য নেন। তারা দুজনে প্রতিভাকে গলাটিপে হত্যা করে মরদেহ ফ্রিজে রেখে দেয়।
এর পর সঞ্জয় জুন মাসে ভাড়ার ফ্ল্যাটটি ছেড়ে দেন। তবে. সেই ফ্ল্যাটের একটি রুম তিনি নিজের জিনিসপত্র রাখার জন্য রেখে দেন।
গত কয়েক মাসে বেশ কয়েকবার সেই ফ্ল্যাটে গিয়েছেন সঞ্জয়।
পরে জুলাই মাসে সঞ্জয়ের সেই ফ্ল্যাট ভাড়া নেন বলবীর। তিনিই সঞ্জয়ের সেই ঘর থেকে দুর্গন্ধ পেয়ে দেহ খুঁজে পান।
এসবিডি/এবি
মন্তব্য করুন: