যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ছয় আরোহীসহ বিমান বিধ্বস্ত
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার একটি ব্যস্ত শহরতলিতে ছয় আরোহীসহ একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) বিমান বিধ্বস্ত হয়ে সৃষ্ট অগ্নিকাণ্ডে ভবন ও যানবাহন পুড়ে যায় বলে জানিয়েছেন ফিলাডেলফিয়ার কর্মকর্তারা।
ফিলাডেলফিয়া থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এএফপিকে নিশ্চিত করে বলেন, লিয়ারজেট বিমানে ছয়জন আরোহী ছিলেন।
তবে কেউ বেঁচে আছেন কিনা- তা নিশ্চিত করে কিছু জানায়নি ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন।
এসবিডি/এবি
মন্তব্য করুন: