• ঢাকা

  •  রোববার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

ভিনদেশ

যুক্তরাষ্ট্রে জাতীয় গোয়েন্দাপ্রধান তুলসি গ্যাবার্ড

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: ১১:২০, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

যুক্তরাষ্ট্রে জাতীয় গোয়েন্দাপ্রধান তুলসি গ্যাবার্ড

তুলসি গ্যাবার্ড

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দাপ্রধান হিসেবে অনুমোদন পেয়েছেন তুলসি গ্যাবার্ড। 

বুধবার (১২ ফেব্রুয়ারি) মার্কিন সিনেটে ৫২-৪৮ ভোটে জয়ী হন সাবেক ডেমোক্র্যাট এই কংগ্রেসওম্যান।

ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, এরইমধ্যে শপথ নিয়েছেন তুলসি গ্যাবার্ড। তার অধীনে থাকবে যুক্তরাষ্ট্রের ১৮টি গোয়েন্দা সংস্থা। 

গ্যাবার্ডের মনোনয়ন প্রক্রিয়া ছিল বেশ কঠিন। গোয়েন্দা কাজে অভিজ্ঞতা অভাবের কারণে রিপাবলিকানদের ভোট হারানোর ঝুঁকিতে ছিলেন তিনি।

এছাড়া তুলসি অতীতে আমেরিকার শত্রু দেশগুলোর প্রতি তার সহানুভূতি প্রকাশ করেছেন। ইউক্রেনে রুশ হামলাকে সমর্থন করেছেন তিনি। সিরিয়ার সাবেক নেতা বাশার আল-আসাদের প্রতিও সমর্থন প্রকাশ করেছেন।

২০১৭ সালে, আসাদ যখন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় ছিলেন, সেই সময় সিরিয়ায় গিয়ে তার সঙ্গে দেখা করেছিলেন তুলসি।

এদিকে তুলসি গ্যাবার্ড অনুমোদন পাওয়ায় মন্ত্রিসভায় ট্রাম্পের আরেকটি বিজয় নিশ্চিত হলো। 

কারণ, তিনি যাদের মনোনয়ন দিয়েছিলেন, বিতর্কিত হলেও তারাই নিয়োগ পাচ্ছেন।

এসবিডি/এবি

মন্তব্য করুন: