গাজায় বর্বরোচিত হামলায় নিহত বেড়ে ৬০০

ছবি: সংগৃহীত
অবরুদ্ধ গাজা ভূখণ্ডের দুই দিক থেকে বর্বরোচিত হামলা শুরু করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। গত তিনদিনে নিহত বেড়ে হয়েছে ৬ শতাধিক।
দেশটির সামরিক বাহিনী জানায়, দক্ষিণ গাজার রাফাহ এলাকায় স্থল অভিযান চলছে এবং সেনারা উত্তরে বেইত লাহিয়া শহরের কাছাকাছি ও কেন্দ্রীয় অঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে।
মঙ্গলবার (১৮ মার্চ) ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি ভঙ্গ করার পর থেকে ইসরায়েলি হামলায় গত তিন দিনে এসব ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে চিকিৎসা কর্তৃপক্ষ জানিয়েছে।
বিমান হামলা ও স্থল অভিযানের তীব্রতা বাড়তে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়ছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৮৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। এনিয়ে ইসরায়েলের ভয়াবহ আগ্রাসনে গত তিনদিনে প্রাণ গেল প্রায় ৬০০ ফিলিস্তিনির, যাদের মধ্যে শিশু প্রায় ২০০।
এছাড়া গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহতে স্থল অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল। শুক্রবার (২১ মার্চ) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এবং সংবাদমাধ্যম আল-জাজিরা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা ভূখণ্ডে ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে নিহতের সংখ্যা বেড়ে ৪৯ হাজার ৬১৭ জনে দাঁড়িয়েছে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার ভোর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ৮৫ জন নিহত এবং আরও ১৩৩ জন আহত হয়েছেন।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে এক লাখ ১২ হাজার ৯৫০ জন আহত হয়েছেন। অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
এর আগে বুধবার, ইসরায়েলি সেনারা নেটজারিম করিডোর আবারও দখলে নেয়। এর ফলে গাজাকে দুই ভাগে বিভক্ত করে ফেলে দখলদার বাহিনী। এতে ফিলিস্তিনিদের চলাচল কঠিন হয়ে গেছে। যদিও গত মাসে যুদ্ধবিরতির অংশ হিসেবে ইসরায়েলি সেনারা এই এলাকা থেকে সরে গিয়েছিল।
এসবিডি/এবি
মন্তব্য করুন: