• ঢাকা

  •  বুধবার, অক্টোবর ১৬, ২০২৪

চাকরি

শিক্ষক নিয়োগে শূন্যপদ সংগ্রহের সময় বাড়িয়েছে এনটিআরসিএ

নিউজ ডেস্ক

 প্রকাশিত: ২২:০৪, ৬ অক্টোবর ২০২৪

শিক্ষক নিয়োগে শূন্যপদ সংগ্রহের সময় বাড়িয়েছে এনটিআরসিএ

এনটিআরসিএ

বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে আগামী ৩ বছরের শূন্যপদ সংগ্রহ করার জন্য অনলাইনে ই-রেজিস্ট্রেশনের সময়সীমা আবার বাড়িয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

এনটিআরসিএর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি থেকে অনলাইনে ই-রেজিস্ট্রেশন করার জন্য ৬ অক্টোবর পর্যন্ত সময় নির্ধারিত ছিল। চলমান ই-রেজিস্ট্রেশন কার্যক্রমটি শুধু বিদ্যমান শূন্য পদ সংগ্রহের জন্য চালু করা হয়েছিল।

যেহেতু এনটিআরসিএ একই সঙ্গে আগামী ৩ বছরের সম্ভাব্য শূন্য পদের সংখ্যা সংগ্রহ করার উদ্যোগ নিয়েছে, তাই অধিক সংখ্যক প্রতিষ্ঠানকে ই-রেজিস্ট্রেশনের আওতায় আনার সুবিধার্থে ই-রেজিস্ট্রেশনের সময়সীমা ২২ অক্টোবর রাত ১২টা পর্যন্ত বাড়ানো হলো।

নির্ধারিত তারিখের মধ্যে ই-রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করা না হলে পরবর্তী সময়ে ওই প্রতিষ্ঠান কর্তৃক অনলাইনে শিক্ষকের শূন্য পদের চাহিদা (e- Requisition) প্রদান করা সম্ভব হবে না।

এসবিডি/এবি

মন্তব্য করুন: