• ঢাকা

  •  বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

জেলার খবর

কালীগঞ্জে স্পিরিট পান করে ৩ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক:

 প্রকাশিত: ১৭:২৬, ৩ মার্চ ২০২৩

কালীগঞ্জে স্পিরিট পান করে ৩ জনের মৃত্যু

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে বিষাক্ত স্পিরিট পান করে তিন জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার (২ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে মারা যান তারা। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

মৃতরা হলেন - কালীগঞ্জ শহরের আড়পাড়া নদীপাড়া এলাকার হারুন অর রশিদ খাঁর ছেলে ভাঙ্গাড়ি ব্যবসায়ী জাহাঙ্গীর খাঁ (৩৬), অনিল কুমার দাসের ছেলে রিকশাচালক বিপুল দাস (৪৫) ও মধুগঞ্জ বাজার ঢাকালেপাড়ার খোকন মিয়ার ছেলে রাজিব হোসেন (২৬)। 

শুক্রবার (৩ মার্চ) বেলা ১২টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। 

এদিকে স্পিরিট বিক্রেতা শহরের মেইন বাসস্ট্যান্ডের রেজা হোমিও হলের মালিক রেজাউল ইসলাম ঘটনার রাত থেকেই পলাতক রয়েছেনে। শুক্রবার সকালে তার দোকান ও মোবাইল ফোন নম্বর বন্ধ পাওয়া গেছে।

ঘটনাস্থলে উপস্থিত কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ সংবাদমাধ্যমকে বলেন, ‘শুক্রবার সকালে একাধিক ব্যক্তির মৃত্যুর খবর শুনে তাদের বাড়িতে যাই। লোকমুখে শুনেছি, বৃহস্পতিবার মৃতরা বিষাক্ত স্পিরিট পান করেছিলেন। রাতে অসুস্থ হয়ে পড়লে বিভিন্ন হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়।’

তিনি এ ঘটনা তদন্ত করে দোষী ব্যাক্তির শাস্তির দাবি জানান।

ঘটনাস্থলে উপস্থিত কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সেকেন্দার আলী বলেন, ‘এ পর্যন্ত তিনজনের মৃত্যুর তথ্য নিশ্চিত হয়েছি। তবে স্থানীয়দের মুখে স্পিরিট পানে মৃত্যুর কথা শোনা গেলেও ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে না।’

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা সংবাদমাধ্যমকে জানান, মৃতদের মধ্যে জাহাঙ্গীর বাড়িতে, বিপুল কুমার ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথে ও রাজিব হোসেন যশোর ২৫০ বেড হাসপাতালে মারা যান। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। জাহাঙ্গীর হোসেন ও বিপুল কুমারের মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। রাজিবের মরদেহ যশোর হাসপাতাল মর্গে পোস্টমর্টেম করা হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর তাদের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মার্চ ৩, ২০২৩

এসবিডি/এবি/

মন্তব্য করুন: