• ঢাকা

  •  শুক্রবার, নভেম্বর ১৫, ২০২৪

জেলার খবর

দর্শনা সীমান্তে ৩ কেজি ১৬৩ গ্রাম সোনা উদ্ধার

পাবনা প্রতিনিধি:

 প্রকাশিত: ০৮:৩৭, ২৫ মার্চ ২০২৩

দর্শনা সীমান্তে ৩ কেজি ১৬৩ গ্রাম সোনা উদ্ধার

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৩ কেজি ১৬৩ গ্রাম ওজনের ১০টি সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুর ৩টায় এ স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমানের নেতৃত্বে বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের ৭৮ নং মেইন পিলার এবং ৬নং সাব-পিলার হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝাঝাডাঙ্গা গ্রামের চার রাস্তার মোড়ে পাকা রাস্তার উপর অভিযান চালায়। এ সময় ওই এলাকা দিয়ে ১টি ব্যাটারিচালিত ভ্যান নাস্তিপুর সীমান্ত এলাকার দিকে যেতে দেখলে বিজিবি সদস্যরা ব্যাটারিচালিত ভ্যানটির গতিরোধ করে। ভ্যানে অবস্থানরত এক চোরাচালানী বিজিবির টহলদলকে দেখে ভ্যান থেকে নেমে দৌড়ে পালিয়ে যায়। পরে ভ্যানের উপর থেকে জব্দকৃত একটি গমের ভূষির বস্তা তল্লাশি করে ছোট বড় ১০টি স্বর্ণের বার উদ্ধার করে বিজিবি। 

বিজিবির টহলদল ভ্যানের অন্য যাত্রীদেরকে জিজ্ঞাসা করলে তারা পলাতক ব্যক্তিকে চিনে না বলে জানায়। এ ব্যাপারে বিজিবি বাদী হয়ে দর্শনা থানায় মামলা করেছে। 

আটক স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

মার্চ ২৫, ২০২৩

ইকবাল কবীর রনজু/এবি/

মন্তব্য করুন: