দামুড়হুদায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কলেজছাত্রের মৃত্যু
ছবি: সময়বিডি.কম
চুয়াডাঙ্গার দামুড়হুদা বাসট্যান্ড সংলগ্ন হাটের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রাকিব (১৮) নামে কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
রবিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে কলেজে যাওয়ার পথে এ দূর্ঘটনা ঘটে।
নিহত রাকিব দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামের মিলনের ছেলে ও দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, দামুড়হুদা উপজেলার সদর বাসট্যান্ড সংলগ্ন হাটচালির সামনে সকাল সাড়ে ৯টার দিকে রাকিবসহ তিন বন্ধু মোটরসাইকেলে কলেজে পরীক্ষা দিতে যাচ্ছিল। কলেজে ঢুকার আগেই হাটচালির সামনে একটি পাখি ভ্যানের সঙ্গে আটকে মোটরসাইকেলটি ছিটকে রাস্তায় পড়ে। এ সময় পেছন থেকে দ্রুত গতির একটি ট্রাক তাকে পিষে দেয়। এতে ঘটনাস্থলেই রাকিবের মৃত্যু হয়।
গুরুতর আহত মোটরসাইকেল অপর দুই আরোহীকে স্থানীয়রা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠান।
পুলিশ ঘাতক ট্রাকটি আটক করে হেফাজতে নিয়েছে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কলেজছাত্র রাকিবকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসইউকে/এসবিডি/এবি/
মন্তব্য করুন: