• ঢাকা

  •  শুক্রবার, নভেম্বর ১৫, ২০২৪

জেলার খবর

দামুড়হুদা সীমান্তে বিজিবির অভিযানে স্বর্ণের ৬ বার জব্দ

সালাউদ্দীন কাজল

 প্রকাশিত: ২১:৪৩, ৩০ অক্টোবর ২০২৪

দামুড়হুদা সীমান্তে বিজিবির অভিযানে স্বর্ণের ৬ বার জব্দ

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে অভিযান চালিয়ে ৮৭০ গ্রাম ওজনের ৬টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৬টায় বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন গণমাধ্যমকর্মীদের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার অন্তর্গত হুদাপাড়া মাছপাড়া নামক স্থান দিয়ে স্বর্ণের একটি চালান পাচার করা হবে। এ সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমানের পরিকল্পনা এবং দিক-নির্দেশনা মোতাবেক হুদাপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. মজনুল করিম সীমান্তের ৯৫/৩-এস পিলার হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাছপাড়া নামক স্থানে অবস্থান নেয়।

দুপুর পৌনে ২টায় সন্দেহভাজন এক ব্যক্তি মোটরসাইকেলে উক্ত এলাকা দিয়ে সীমান্তের দিকে যেতে দেখে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। এ সময় চালক মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা চোরাকারবারীর ফেলে যাওয়া মোটরসাইকেল তল্লাশি করে সাইলেন্সার পাইপের মধ্যে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় স্কচটেপ মোড়ানো একটি প্যাকেট থেকে ৮৭০ গ্রাম ওজনের ছয়টি স্বর্ণের বার জব্দ করে।

জব্দকরা স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এসইউকে/এসবিডি/এবি/

মন্তব্য করুন: