• ঢাকা

  •  শুক্রবার, নভেম্বর ১৫, ২০২৪

জীবন-যাপন

চাটমোহর ডেন্টাল সার্জারির যাত্রা শুরু

পাবনা প্রতিনিধি

 প্রকাশিত: ০৮:৪২, ৯ আগস্ট ২০২৩

চাটমোহর ডেন্টাল সার্জারির যাত্রা শুরু

পাবনা: মুখ ও দন্তসেবা সহজলভ্য করতে পাবনার চাটমোহরে যাত্রা শুরু করেছে চাটমোহর ডেন্টাল সার্জারি। 

সম্প্রতি পৌর সদরের পাঠানপাড়া মহল্লায় (সাবেক এমপি কে.এম. আনোয়ারুল ইসলামের বাড়ির সামনে) এ চিকিৎসা সেবা প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন চাটমোহরের সন্তান ডাঃ মোঃ নাহিদ হাসান বিডিএস (ঢাকা), শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, পিজিটি (ওএম এস) ওরাল এন্ড ডেন্টাল সার্জন।

চাটমোহর ডেন্টাল সার্জারি নামক চিকিৎসাসেবা প্রতিষ্ঠানটির পরিচালক ডাঃ মোঃ নাহিদ হাসান জানান, সমীক্ষায় দেখা গেছে আমাদের দেশের প্রতি একশজন মানুষের মধ্যে ছিয়ানব্বই জনই মুখ ও দাঁতের বিভিন্ন সমস্যায় ভোগেন। এর মধ্যে ১৫ থেকে ২০ শতাংশ মানুষ ডেন্টিস্টের স্মরণাপন্ন হন। 

তিনি বলেন, মুখ ও দাঁতের রোগের পরিচর্যা সম্পর্কিত প্রাথমিক ধারণা না থাকায় এবং বেনামী হাতুড়ে চিকিৎসকের নিকট চিকিৎসা নেওয়ায় পরবর্তীতে অনেক রোগিই নানান জটিল সমস্যায় ভোগেন। এ চিন্তা থেকে এলাকার মানুষের কল্যাণ চিন্তায় আমি চাটমোহর ডেন্টাল সার্জারি নামক এ চিকিৎসাসেবা প্রতিষ্ঠানটি গড়ে তুলেছি। অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে এখানে মুখ ও দাঁতের সকল প্রকার চিকিৎসার সুব্যবস্থা রয়েছে। 

আগস্ট ৯, ২০২৩

ইকবাল কবীর রনজু/এবি/

মন্তব্য করুন: