তাড়াশে বয়ঃসন্ধীকালীন স্বাস্থ্য সমস্যার কথা তুলে ধরলেন কিশোরীরা
তাড়াশে বয়ঃসন্ধীকালীন সমস্যার কথা তুলে ধরছেন কিশোরী কোহেলী খাতুন। ছবি: সময়বিডি.কম
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে ১৫ জনের একদল কিশোরী অন্য ১০৭ জন কিশোরীর বয়ঃসন্ধীকালীন স্বাস্থ্যগত সমস্যার জরিপ করে তা স্থানীয়দের মাঝে উপস্থাপন করেছে।
বুধবার (২৩ আগস্ট) সকালে সগুনা ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠানের মাধ্যমে এই জরিপের ফলাফল উপস্থাপন করে কুন্দইল গ্রামের কিশোরী দল।
অনুষ্ঠান পরিচালনা করেন কিশোরী দলনেত্রী খাদিজাতুল কুবরা। জরিপের ফলাফল উপস্থাপন করেন কোহেলী খাতুন। অনুষ্ঠানে উপস্থিত হন বিভিন্ন শ্রেণি-পেশার দুই শতাধিক লোক।
এতে সভাপতিত্ব করেন স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থার পরিচালক আব্দুর রাজ্জাক রাজু।
প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ কে এম মনিরুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন গণ উন্নয়ন কেন্দ্রের সহকারী সমন্বয়ক কিশোর কুমার দাশ, সগুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো, তাড়াশ পৌরসভার মহিলা কাউন্সিলর রোখসানা খাতুন, পরিবর্তন সংস্থার কর্মসূচি পরিচালক গোলাম মোস্তফা প্রমূখ।
আগস্ট ২৩, ২০২৩
মৃণাল সরকার মিলু/এবি/
মন্তব্য করুন: