• ঢাকা

  •  বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

সাহিত্য-সংস্কৃতি

মা ~ সুফিয়া বেগম

 প্রকাশিত: ২৩:৫৮, ২৭ মার্চ ২০২৩

মা ~ সুফিয়া বেগম

আমি সব হারিয়েও দুঃখ পাইনি
মাকে হারিয়ে পেয়েছি যত
পৃথিবীতে হয়না কিছুই এমন
মায়ের স্নেহ ভালোবাসার মত।
মা ছিলেন আমার স্বর্গের পরি
স্বর্গ থেকে এসে স্বর্গে গেছেন চলি
রেখে গেছেন সুখের অন্তহীন নদী
আমি তবু সর্বক্ষণ দুঃখের সাগরে ভাসি।
মা ছিলেন আমার দুঃখ সময়ে
রংধনুর বর্ণিল আলোক ছ'টা
সেই আলোতে দূর হয়ে যেত
মনের সব দুঃখ কষ্ট যন্ত্রণা।
মা যেন ছিলেন যাদুর পাথর
কাছে গেলেই ভরে যেত অন্তর
সেই পাথরের পরশ খুঁজে খুঁজে
পাইনা কোথাও স্বর্গ পাতাল মর্ত‍্যে।

মন্তব্য করুন: