• ঢাকা

  •  বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

সাহিত্য-সংস্কৃতি

জীবন ~ সুফিয়া বেগম

 আপডেট: ১৭:৫৫, ২৯ মার্চ ২০২৩

জীবন ~ সুফিয়া বেগম

জীবন

জীবন মানে ছুটে চলা সারাক্ষণ 
বিরামহীন, কখনোবা গন্তব‍্যহীন
যেমনি সাজাও যেমনি চালাও
জীবন মানে সময়ের বুকে ভাসা নাও।

সময় যেন এক পাগলা ঘোড়া
চলছে ছুটে সদা বাঁধনহারা
পেছন ফিরে তাকাবার নেই ফুরসত
জীবন এই সময়েরই জয়রথ।

সময় নেই সময় নেই হাহাকারে 
স্বজন প্রিয়জনের সাথে দূরত্ব বাড়ে
আত্মার বন্ধনে চীর ধরে অহরহ
কখনো ভেঙে খানখান, কখনো মহীরুহ।

নিজের তৈরি করা খাঁচায়
অজান্তেই মানুষ বন্দি হয়ে যায়
খাঁচা ভাঙার চেষ্টা প্রাণপণ
করে যায় সে আজীবন।

অবশেষে মুক্তি মিলে যখন
পরপারের যাত্রী সে তখন
জীবনের জটিল সমীকরণ এখানে এসে
সব হিসেবশেষে মিলে যায় অবশেষে।

মন্তব্য করুন: