• ঢাকা

  •  শুক্রবার, নভেম্বর ১৫, ২০২৪

সাহিত্য-সংস্কৃতি

নিবেদিত কথামালা ‍~ সুফিয়া বেগম

 প্রকাশিত: ১৭:৪৫, ৭ জুলাই ২০২৩

নিবেদিত কথামালা ‍~ সুফিয়া বেগম

পৃথিবী নামের বিশাল ক‍্যানভাসে 
কত ছবি এঁকেছো তুমি 
নিপুণ তোমার তুলিতে, 
কত রং ঢং, কত আয়োজন,
জীবনের কত রকম স্পন্দন।
তুমি আছো মিশে সবকিছুতে 
অপার করুণাধারা হয়ে।
তবু আমরা পারিনা তোমায় বুঝতে।

যেদিকে দৃষ্টি যায় স্বর্গ-মর্ত‍্য-আকাশে
সেজে আছে সবকিছু সুশোভিতরূপে
ফুলে-ফলে-ফসলে রঙিন হয়ে
তোমার মহিমার সৌরভ ছড়িয়ে।
এই আকাশ-বায়ু-সূর্য-তারা,
জীবনের বিচিত্র বহমান ধারা
সবকিছু গেঁথেছো তুমি একটি মালাতে
তবুও আমরা পারিনা তোমার ক্ষমতা বুঝতে।

পৃথিবীতে অগণিত তোমার সৃষ্টির মাঝে
মানুষকে বানিয়েছো তুমি শ্র‍েষ্ঠ করে,
দিয়োছো তাদের জ্ঞান-বুদ্ধি অপার
তুলনা মেলেনা কোথাও যার।
সবার উপরে চিরদিন তুমিই বহমান
অজর, অমর অমিয় ধারারূপে
তবুও মানুষ সতত ভুল করে
তোমার অম্লান স্বরূপ চিনতে।

মন্তব্য করুন: