শেরপুরে পিকনিকের বাসচাপায় ২ জন নিহত
শেরপুর: শেরপুর সদর উপজেলার কুসুমহাটিতে পিকনিকের একটি বাসের চাপায় ব্যাটারিচালিত ভ্যানের চালক ও যাত্রী নিহত হয়েছেন।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার ছয়ঘড়িপাড়া গ্রামের হালিম উদ্দিন (৪০) ও কাশেম মিয়া (৩৫)।
এই ঘটনায় উত্তেজিত স্থানীয় জনতা বাসটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
পুলিশ জানায়, টাঙ্গাইলের ভূঞাপুর যমুনা সেতু পূর্ব এলাকা পাতাইলকান্দি এলাকার চাইল্ড কেয়ার প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ ৬৮ জনকে নিয়ে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা গজনী ও নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কে বনভোজনে আসেন। পিকনিক শেষে ফেরার পথে শেরপুর সদর উপজেলার কুসুমহাটি এলাকায় ব্যাটারিচালিত একটি ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলের ভ্যানের চালক ও এক যাত্রী নিহত হয়। এসময় আহত হয় ওই বাসের এক শিক্ষার্থী। পরে বিক্ষুদ্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দিলে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রনে আনে।
এদিকে পুলিশের সহযোগিতায় বাসের সকল যাত্রীদের ঘটনাস্থলের পাশে একটি কলেজে রাখা হয়েছে।
চাইল্ড কেয়ার প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক এরশাদ আলী বলেন, এ ঘটনায় আমাদের স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী আশা আহত হয়। পরে তাকে স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনায় শেরপুর জামালপুর সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
ফেব্রুয়ারি ২৬, ২০২০
মন্তব্য করুন: