• ঢাকা

  •  বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

অপরাধ

নাতনীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার নানা

দিলীপ কুমার দাস, নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ০৯:১৪, ১৫ মে ২০২২

নাতনীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার নানা

শেরপুর: শেরপুরের নালিতাবাড়ীতে ১৭ বছর বয়সী নাতনিকে ধর্ষণের অভিযোগ উঠেছে নানার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত নানাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ৬০ বছর বয়সী আব্দুল ওয়াদুদ খাঁ ওই ইউনিয়নের আব্দুল কুদ্দুস খাঁর ছেলে।

স্থানীয়রা জানায়, ভুক্তভোগী ও অভিযুক্ত সম্পর্কে প্রতিবেশী নানা-নাতনি। বৃহস্পতিবার বিকেলে বাড়ি খালি পেয়ে নাতনির ঘরে ঢুকেন ওয়াদুদ। পরে তাকে ধর্ষণ করেন। স্বজনরা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেন। এরপর ওয়াদুদকে আটক করে পুলিশ।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, এ ঘটনায় ওয়াদুদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন ভুক্তভোগীর বাবা। পরে সেই মামলায় ওয়াদুদকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মে ১৫, ২০২২

দিলীপ/এবি/

মন্তব্য করুন: