• ঢাকা

  •  বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

প্রবাসের কথা

আহমেদ আলী মুকিব-এর সাথে মালদ্বীপ বিএনপির ভার্চুয়াল বৈঠক

মোঃ আবদুল্লাহ কাদের, মালদ্বীপ থেকে

 প্রকাশিত: ১৮:২১, ২৮ নভেম্বর ২০২২

আহমেদ আলী মুকিব-এর সাথে মালদ্বীপ বিএনপির ভার্চুয়াল বৈঠক

মালদ্বীপ: মালদ্বীপ বিএনপির সঙ্গে বৈঠক করেছেন বিএনপি আন্তর্জাতিক বিষয় সম্পাদক আহমেদ আলী মুকিব।

রবিবার (২৭ নভেম্বর) বিএনপির মালদ্বীপ শাখার সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলামের সঞ্চালনায় বিএনপির মালদ্বীপ শাখার সভাপতি মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে এই বৈঠকে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সৌদি আরব বিএনপির সভাপতি আহমেদ আলি মুকিব।
 
ভার্চুয়ালি অনুষ্ঠানে বক্তারা বলেন, জনগণ যেভাবে গণতন্ত্রের রক্ষা করার জন মাঠে নেমেছে আগামী নির্বাচনে সুষ্ঠু নির্বাচন হলে শতভাগ জয়ের আশাবাদী তারা।  

ভার্চুয়াল বৈঠকে সংযুক্ত ছিলেন - মালদ্বীপ বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মেহের মিয়া রানা,  সহ-সভাপতি মোঃ বাবুল হোসেন, মোঃ শাহ আলম, মোঃ জসিম উদ্দিন, মোঃ ফারুক হোসেন, মোঃ আলতাব হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, মোহাম্মদ রবিউল আলম,  সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সহ-সংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ,  প্রচার সম্পাদক মোঃ খলিলুর রহমান, ক্রিড়া বিষয়ক সম্পাদক মোঃ মামুন, মালদ্বীপ যুবদলের নেতা মোঃ আবু জাহের মোল্লা প্রমূখ।

নভেম্বর ২৮, ২০২২

এমএকে/এবি/

মন্তব্য করুন: