• ঢাকা

  •  বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

প্রবাসের কথা

ইতালিতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন

নিউজ ডেস্ক:

 প্রকাশিত: ০৮:০৫, ৫ জুন ২০২৩

ইতালিতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন

রোম (ইতালি): রোমে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ইতালি প্রবাসী আগ্রহী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নিশ-২ শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আয়োজনে গত ১ জুন (বৃহস্পতিবার) ইতালি সময় দুপুর ১টায় অনলাইন প্লাটফর্মে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। 

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ প্রান্তে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ হুমায়ুন আখতার, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ওপেন স্কুলের ডিন অধ্যাপক ড. সাবিনা ইয়াসমিন, সামজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের ডিন অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম ও রেজিস্ট্রার ড. শফিকুল আলম। 

ইতালি প্রান্তে উপস্থিত ছিলেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান, কাউন্সেলর (রাজনৈতিক)  মোঃ জসিম উদ্দিন, প্রথম সচিব (শ্রম) আসিফ আনাম সিদ্দিকী, প্রথম সচিব (রাজনৈতিক) আয়েশা আকতার এবং প্রথম সচিব (রাজনৈতিক) মোঃ আশফাকুর রহমান।

এই উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত বহিঃবাংলাদেশ (নিশ-২) এসএসসি, এইচএসসি ও বিএ/বিএসএস প্রোগ্রামসমূহের কার্যক্রম অচিরেই ইতালিতে চালু হতে যাচ্ছে। বাংলাদেশ দূতাবাস, রোমের তত্বাবধানে এসকল প্রোগ্রামে ইতালিতে বসবাসরত/কর্মরত বাংলাদেশি অথবা বাংলাদেশি বংশোদ্ভূত ইতালি প্রবাসীরা অংশগ্রহণ করতে পারবেন।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে দূরশিক্ষণ পদ্ধতিতে প্রোগ্রামসমূহ পরিচালিত হবে। এ সকল প্রোগ্রামে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তির সু্যোগ প্রদান করা হবে।

ইতালির সাপ্তাহিক ছুটির দিনে অনলাইনে টিউটোরিয়াল ক্লাস এবং পরীক্ষা অনুষ্ঠানের ব্যবস্থা করা হবে। এ সকল প্রোগ্রামে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীর ইন্টারনেট সংযোগসহ ফোন/ল্যাপটপ/ কম্পিউটার প্রয়োজন হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত শামীম আহসান তার বক্তব্যে বলেন, বাংলাদেশ দূতাবাস রোম পরিচালিত একটি অনলাইন সমীক্ষায় ইতালি প্রবাসী বাংলাদেশিদের নিকট হতে ইতোমধ্যে এই প্রোগ্রামের বিষয়ে আশাব্যাঞ্জক সাড়া পাওয়ায় দূতাবাস এই উদ্যোগ গ্রহণ করে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে সৌদি আরব, কাতার, কুয়েত ও দক্ষিণ কোরিয়ার পর বাংলাদেশ দূতাবাস রোমের আগ্রহের কারণে ইউরোপের দেশসমূহের মধ্যে ইতালিতে সর্বপ্রথম এই কার্যক্রম পরিচালিত হতে যাচ্ছে। এজন্য বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। 

রাষ্ট্রদূত উক্ত কার্যক্রমকে প্রবাসীদের জন্য একটি পরিষেবা হিসেবে বিবেচনা করে এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার 'প্রবাসী বান্ধব' নীতি ও ডিজিটাল বাংলাদেশ ভিশনের সাথেও সংগতিপূর্ণ বলে অভিমত ব্যক্ত করেন। 

দূতাবাস সম্পর্কে সাধারণ মানুষের প্রচলিত ধারণা (Public Perception) পরিবর্তনেও এই সেবাধর্মী উদ্যোগটি ভূমিকা রাখবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। 

তিনি  আশা প্রকাশ করেন যে, ইতালিতে কর্মরত অনেকেই জীবিকার তাগিদে বা সময়ের অভাবে পড়ালেখা করার সুযোগ হতে বঞ্চিত হচ্ছেন। কিন্তু বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এই প্রোগ্রাম তাদেরকে বিদেশের মাটিতে কাজের ফাঁকে ও অবসরে নিজেদেরকে দক্ষ এবং প্রাতিষ্ঠানিকভাবে উচ্চতর যোগ্যতা সম্পন্ন করে গড়ে তুলতে সহযোগিতা করবে।

প্রোগ্রামটি যথাযথভাবে পরিচালনা করতে দূতাবাস সার্বিকভাবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সহযোগিতা করবে মর্মেও তিনি আশ্বস্ত করেন।

উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার তার বক্তব্যে রাষ্ট্রদূতকে ইতালিতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু করার জন্যে ধন্যবাদ জানান। 

তিনি বলেন যে, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এই প্রোগ্রাম প্রবাসী বাংলাদেশিদের আত্মবিশ্বাস বৃদ্ধির পাশাপাশি মানসিক স্বাস্থ্য পরিচর্যায় সহায়ক হবে। 

আর্ন্তজাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষা কার্যক্রমের প্রসার প্রয়োজন এবং প্রধানমন্ত্রীর উন্নয়ন পরিকল্পনা "স্মার্ট বাংলাদেশ" গঠনে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এই কার্যক্রম ভূমিকা রাখবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রেজিস্ট্রার ড. শফিকুল আলম বলেন, ইতালি প্রবাসীদর জন্য এটি একটি বিশেষ আনন্দের দিন। দূতাবাসের উদ্যোগে  এ ধরনের সেবামূলক কার্যক্রম সম্প্রসারণের সদিচ্ছার প্রশংসা করেন তিনি।

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন বাউবির প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ওপেন স্কুলের ডিন অধ্যাপক ড. সাবিনা ইয়াসমিন ও সামজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের ডিন অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাউবি’র ইন্টারন্যাশনাল অ্যাকাডেমিক প্রোগ্রাম উইং এর যুগ্ম-পরিচালক এমএস সঙ্গীতা মোরশেদ।

উদ্বোধনী কার্যক্রমের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী সপ্তাহে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত বহিঃবাংলাদেশ (নিশ-২) প্রোগ্রামের ভর্তি ফরমের লিংক দূতাবাসের ভেরিফাইড পেইজে উন্মুক্ত করা হবে এবং কোর্স ফি জমা দেওয়ার বিষয়ে বিস্তারিত তথ্যাদি প্রদান করা হবে।

জুন ৫, ২০২৩

এসবিডি/এবি/

মন্তব্য করুন: