• ঢাকা

  •  মঙ্গলবার, ডিসেম্বর ৩১, ২০২৪

প্রবাসের কথা

বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়ালকে ফিনল্যান্ড বিএনপির অভিনন্দন

রাকিবুল ইসলাম রুবেল, হেলসিঙ্কি থেকে

 প্রকাশিত: ২০:৪৮, ২৭ অক্টোবর ২০২৪

বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়ালকে ফিনল্যান্ড বিএনপির অভিনন্দন

তাবিথ আউয়াল

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নতুন সভাপতি তাবিথ আউয়ালকে অভিনন্দন জানিয়েছেন ফিনল্যান্ড বিএনপির সভাপতি কামরুল হাসান জনি ও সাধারণ সম্পাদক জামান সরকার।

রবিবার (২৭ নভেম্বর) সকালে অভিনন্দন বার্তায় ফিনল্যান্ড বিএনপি নেতারা আশাবাদ ব্যক্ত করেন, বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়ালের নেতৃত্বে রয়েল বেঙ্গল টাইগার্স তেজ এবং অদম্য চেতনা সঙ্গে দেশে এবং বিদেশে বাংলাদেশের লাল-সবুজ পতাকাকে ফুটবলে উজ্জ্বল ও সমুন্নত রাখবে।

ফিনল্যান্ড শাখা বিএনপি নেতারা আরও বলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি হিসেবে কাজী সালাউদ্দিনের ১৬ বছরের রাজত্বের অবসান ঘটেছে। এই নির্বাচনের মধ্যদিয়ে তিনি ভিলেন হয়ে বিদায় নেন। যাওয়ার সময় সালাহউদ্দিন বাফুফের ঘাড়ে প্রায় ১০ কোটি টাকার ঋণের বোঝা রেখে যান।

ফিনল্যান্ড বিএনপি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সব সদস্য এবং দেশ-বিদেশের বাংলাদেশের ফুটবলের অগনিত ভক্তদের অভিনন্দন জানিয়েছে।

এসবিডি/এবি

মন্তব্য করুন: