• ঢাকা

  •  বুধবার, জানুয়ারি ২২, ২০২৫

প্রবাসের কথা

বিজয় দিবসে ফিনল্যান্ড বিএনপির আলোচনাসভা

জামান সরকার, হেলসিংকি থেকে

 আপডেট: ২০:৪৫, ১৮ ডিসেম্বর ২০২৪

বিজয় দিবসে ফিনল্যান্ড বিএনপির আলোচনাসভা

ছবি: সময়বিডি.কম

হেলসিংকির কনতুলা কেরহো মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনাসভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফিনল্যান্ড শাখা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় আয়োজিত এই আলোচনাসভায় সভাপতিত্ব করেন ফিনল্যান্ড বিএনপির সভাপতি কামরুল হাসান জনি।

ফিনল্যান্ড বিএনপির সাধারণ সম্পাদক জামান সরকারের পরিচালনায় ও সাংগঠনিক সম্পাদক সামসুল গাজীর সঞ্চালনায় এ আলোচনা সভায় দলের সবস্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনাসভার সার্বিক পরিচালনায় ছিলেন ফিনল্যান্ড বিএনপির অন্যতম সাংগঠনিক সম্পাদক মো. রবিউল ইসলাম।

বিজয় দিবসের এ আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন বলেন, ‘আজ ২০২৪ সালের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা নতুন সম্ভাবনাময় বাংলাদেশের প্রথম বিজয় দিবস উদযাপন করছি। যদি আবার আমরা সেই পুরনো চেতনার আলোয় আলোকিত হতে চাই, তবে এই চেতনায় জড়িত থাকবে নতুন দিনের আহ্বান, নতুন সম্ভাবনা।’

ফিনল্যান্ড বিএনপি আয়োজিত এ সমাবেশে আনোয়ার হোসেন খোকন ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে আরও বলেন, আমরা যেন সব রকম ভেদাভেদ ভুলে, একসঙ্গে কাজ করে দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে পারি।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিজয় দিবসকে ১৯৭১ সালে ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ বর্ণনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্ট্যাটাসের তীব্র নিন্দা জানিয়ে আনোয়ার হোসেন খোকন বলেন, তার এই বক্তব্য বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের প্রতি অসম্মান ও অমর্যাদাকর। এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ, আর ভারত ছিল এই বিজয়ের মিত্র। এর বেশি কিছু নয়।

সভাপতির ভাষণে ফিনল্যান্ড বিএনপির সভাপতি কামরুল হাসান জনি বলেন, ১৬ ডিসেম্বর আমাদের গৌরবের, বিজয়ের আর আনন্দ-অশ্রুমাখা এক মুক্তির দিন। আজ থেকে ঠিক ৫৩ বছর আগে এই দিনে আমাদের প্রিয় বাংলাদেশ বিজয়ের পতাকায় আকাশ-বাতাসে উদ্ভাসিত হয়েছিল। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা পেয়েছিলাম স্বাধীনতা, যা আজও আমাদের হৃদয়ে অমর সত্ত্বার মতো বাস করে।

ফিনল্যান্ড বিএনপির প্রধান উপদেষ্টা মো. আবদুর রশিদ বলেন, আমাদের যুব সমাজ, আমাদের তরুণ প্রজন্ম আজ আশার আলো জ্বালিয়ে রেখেছে। আজকের প্রজন্মকে নিয়ে আমাদের যতটা আশা, তার দ্বিগুণ সম্ভাবনা রয়েছে তাদের মধ্যে।

ফিনল্যান্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মবিন মোহাম্মদ দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আজকের এই দিনে আমরা প্রতিজ্ঞা করতে পারি, আমাদের যে লক্ষ্য- দুর্নীতিমুক্ত সমাজ, সুশাসন এবং ন্যায় প্রতিষ্ঠা,  সেই লক্ষ্যে আমরা একতাবদ্ধ থাকব। প্রতিটি মানুষ যেন পায় নিজের মর্যাদা, নিজের পরিচয়, এবং নিজের স্বাধীনতা।

সহসভাপতি রুবেল ভূঁইয়া বলেন, বিজয় দিবসের চেতনা আমাদেরকে শুধু অতীতের সংগ্রামের কথা মনে করিয়ে দেয় না, বরং আমাদের সামনে একটি নতুন দিনের সম্ভাবনার দিগন্ত উন্মুক্ত করে দেয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসলাম ফকির লিটন বলেন, ‘গত ১৬ বছরের আওয়ামী সরকার যেভাবে এ দেশের মানুষের ওপর জুলুম-নির্যাতন-নিপীড়ন-অত্যাচার ও হত্যা-গুম-খুন চালিয়েছে, তার অবসান ঘটেছে তারেক রহমানের নেতৃত্বে ছাত্র-জনতার গণআন্দোলনের মাধ্যমে।’

এতে আরও বক্তব্য রাখেন, সহসভাপতি বদরুম মনির ফেরদৌস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোকলেসুর রহমান চপল, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান লিউ, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন, ফিনল্যান্ড হিন্দু ঐক্য পরিষদের সভাপতি টিটপ সাহা ও স্থানীয় লিবারেল পার্টির নেত্রী তাসলিমা জামান। 

সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সহসভাপতি এনাজুল হক, তাপস খান, আরিফুল ইসলাম, এন জামান ভূঁইয়া, আবদুল্লাহ আল মাসুদ, আবুল কালাম আজাদ, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সাব্বির লস্কর, সহ-দপ্তর সম্পাদক লিটন দেওয়ান, পরিবেশ ও জলবায়ুবিষয়ক সম্পাদক রাফাত ঢালী, মহিলাবিষয়ক সম্পাদিকা জেসমিন স্মৃতি, সুরাইয়া হাসান,  সহ-মহিলাবিষয়ক সম্পাদিকা খাদিজা পারভীন, আসমা আকতার গাজী, সানজিদা আল আমিন, ইয়াসমিন আক্তার, শারমীন সুলতানা, সুচনা খানম, হালিম শেখ, মো. রকিবুল ইসলাম রুবেল, সাফাত ঢালী, সালমান মাহিব, রাশেদুজ্জামান রাতুল, মাজহারুল ইসলাম, রাশাদ ঢালী, ইমরান আলম, মাহদি হাসান মুনিম, মো. আল আমিন, মানিক, শিপু আহমেদ, পিয়াল, ছাত্রনেতা আলাদিন আল জাঈদ প্রমুখ।

এসবিডি/এবি

মন্তব্য করুন: