• ঢাকা

  •  শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

অপরাধ

রংপুরে তিস্তা সেচ ক্যানেল থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি

 প্রকাশিত: ০৯:২৭, ১৬ ফেব্রুয়ারি ২০২০

রংপুরে তিস্তা সেচ ক্যানেল থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

রংপুর: রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নে তিস্তা সেচ ক্যানেল থেকে রুমাইয়া আক্তার রুমি (২০) নামে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নে তিস্তা সেচ ক্যানেল থেকে তাঁর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।

রুমি রংপুরের বদরগঞ্জ পৌর এলাকার মুন্সিপাড়া গ্রামের বদরুজ্জামানের মেয়ে। সে দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।

স্থানীয়রা জানান, সকালে বস্তাবন্দী অবস্থায় কিছু একটা পড়ে থাকতে দেখে বিষয়টি ইউপি চেয়ারম্যান সুলতানা আক্তার কল্পনাকে জানানো হলে তিনি পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। প্রথমে অজ্ঞাত মনে হলেও পরে মরদেহের সঙ্গে পাওয়া কাগজপত্রের সূত্র ধরে তাঁর পরিচয় নিশ্চিত করেন পুলিশ।

বিভিন্ন সুত্রে জানা যায়, রুমাইয়া আক্তার রুমি শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে রংপুর যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। তবে তিনি আর বাড়ি ফেরেননি। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে রংপুর থেকে তাঁর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। 

সদর থানা পুলিশের ওসি (তদন্ত) জাকির হোসেন জানান, শ্বাসরোধ করে হত্যার পর কে বা কারা মরদেহটি ফেলে রেখে গেছে। ঘটনার নেপথ্যের কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।

ফেব্রুয়ারি ১৬, ২০২০

মন্তব্য করুন: