• ঢাকা

  •  বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

বাংলাদেশ

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি

 প্রকাশিত: ০২:৩৪, ২৪ ফেব্রুয়ারি ২০২০

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

লালমনিরহাট: লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় খায়রুল ইসলাম খোকা (১৯) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাত ১০টার দিকে খায়রুল মোটরসাইকেলে নিজ বাড়ি সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের দক্ষিণ হারিভাংগায়  ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী একটি ট্রাকের ধাক্কায় পড়ে গিয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে স্বজনদের নিকট হস্তান্তর করেন।

ট্রাকটি এখনো শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানায় থানা পুলিশ। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।

ফেব্রুয়ারি ২৪, ২০২০

মন্তব্য করুন: