• ঢাকা

  •  বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

ছুটির ফাঁকে

বুড়িমারী দিয়ে ২ বছর পর ভিসাধারী যাত্রী পারাপার শুরু

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ১৯:৫৩, ১৪ এপ্রিল ২০২২

বুড়িমারী দিয়ে ২ বছর পর ভিসাধারী যাত্রী পারাপার শুরু

লালমনিরহাট: করােনা মহামারির দীর্ঘ দুই বছর পর পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভিসাধারী যাত্রীদের পারাপার শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বেলা ১১টায় স্থলবন্দরের অভিবাসন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত উভয়দেশের ৪০ জন পাসপোর্টধারী যাত্রী বুড়িমারী স্থলবন্দরের চেকপোস্ট ব্যবহার করেছেন।

তিনি আরও বলেন, পুলিশের অভিবাসন চৌকি দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতে সম্মত হয়েছে দুদেশ। এখন থেকে প্রতিদিন সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত দুদেশের যাত্রী যাতায়াত করতে পারবেন।

এর আগে বুধবার দুপুর ১২টার দিকে ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের অভিবাসন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সমীর শামাং ভিসাধারীরা যাতায়াত করতে পারবেন বলে জানান। এরপর বুড়িমারী স্থলবন্দরের অভিবাসন পুলিশের সম্মতিতে যাত্রী পারাপার শুরু হয়।

এপ্রিল ১৪, ২০২২

এসবিডি/এবি/

মন্তব্য করুন: