• ঢাকা

  •  শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

জেলার খবর

আটোয়ারীতে আনসার ভিডিপির বৃক্ষরোপণ কর্মসুচি

আটোয়ারী প্রতিনিধি:

 প্রকাশিত: ১৮:৩০, ২২ জুন ২০২৩

আটোয়ারীতে আনসার ভিডিপির বৃক্ষরোপণ কর্মসুচি

ছবি: সময়বিডি.কম

আটোয়ারী (পঞ্চগড়): জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৩ উপলক্ষ্যে সারাদেশে বৃক্ষরোপণ অভিযান শুরু করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পঞ্চগড় জেলা কার্যালয়ের নির্দেশনা মোতাবেক আটোয়ারী উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় কর্তৃক ফলজ, বনজ এবং ভেষজ প্রকৃতির গাছের চারা রোপণ করা হয়েছে।

বৃক্ষরোপণের সময় উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোছাঃ ফরিদা বেগম (লাকী) বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করেছেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বৃক্ষরোপণ অভিযান কর্মসুচির আয়োজন করে।

সারাদেশে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ অভিযান কর্মসুচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২২ জুন) সকাল ১০টায় পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বাংলাদেশ আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপণ কর্মসুচি পালিত হয়।

উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় চত্বর-সহ আলোয়াখোয়া আনসার ও ভিডিপি ক্লাব চত্বরে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়। 

ফরিদা বেগম (লাকী) আরো বলেন, প্রাকৃতিক ভারসাম্য ও প্রাকৃতিক পরিবেশ রক্ষা-সহ সুনির্মল অক্সিজেন পেতে আমাদের বৃক্ষ রোপণের বিকল্প নেই। 

এ সময় উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা কাজী সাহেরা, উপজেলা আনসার কোম্পানি কমান্ডার আলহাজ মোঃ আকতার হোসেন, সহকারী কোম্পানি কমান্ডার আবুল কাসেম-সহ উপজেলার প্রতিটি ইউনিয়নের দলপতি, দলনেত্রী ও ইউনিয়ন আনসার কমান্ডাররা উপস্থিত ছিলেন।

জুন ২২, ২০২৩

মোঃ রবিউল হক/এবি/

মন্তব্য করুন: