আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তামিম ইকবাল
মাঠে নয়, সংবাদ সম্মেলন ডেকে দীর্ঘ ১৬ বছরের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তামিম ইকবাল।
বৃহস্পতিবার (৬ জুলাই) চট্টগ্রামের এক হোটেলে অশ্রুশিক্ত চোখে বিদায়ের ঘোষণা দিয়ে তামিম জানান, তিনি পুরো ক্যারিয়ারে সৎ থেকে শতভাগ দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছেন।
অবসরের ঘোষণা দিয়ে তামিম বলেন, ‘আমি খুব বেশি বড় করবো না। গতকাল (বুধবার) আফগানিস্তানের বিপক্ষে আমার শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি।’
আফগানিস্তানের বিপক্ষে শতভাগ ফিট না থাকলেও ওয়ানডে খেলেছেন তামিম। যা নিয়ে বিসিবি সভাপতি পাপন ও কোচ হাথুরুসিংহে ক্ষুব্ধ ছিলেন। তাৎক্ষনিক প্রতিক্রিয়া হিসেবে তামিমের এই অবসর বলে মনে করা হচ্ছে।
তবে ওয়ানডে দলকে নেতৃত্ব দেওয়া তামিম জানিয়েছেন, হুট করে সিদ্ধান্ত নেননি তিনি। কিছুদিন ধরে বিষয়টি নিয়ে ভাবছিলেন। পরিবারের সঙ্গেও এটা নিয়ে কথা বলছিলেন।
তিনি বলেন, ‘আমার মনে হয়েছে, অবসর নেওয়ার জন্য এটা সঠিক সময়। আমার ক্যারিয়ারের জন্য অনেকের ধন্যবাদ প্রাপ্য। অনেককে ধন্যবাদ দিতে হবে।’
তামিম বলেন, ‘আমি সবসময় বলি, আমি ক্রিকেট খেলি আমার বাবার স্বপ্ন পূরণ করার জন্য। কতটা তার স্বপ্ন পূরণ করতে পেরেছি জানি না। তবে সৎ থেকে শতভাগ দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছি। অবসরের আরও কিছু কারণ আছে। আমি মনে করি না, সেগুলো এখানে বলা দরকার।’
তামিম ইকবাল বাংলাদেশ জাতীয় দলের হয়ে ৭০ টেস্ট খেলেছেন। ১০ সেঞ্চুরি ও ৩১টি ফিফটিতে ৫১৩৪ রান করেছেন তিনি। ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ২৪১ ওয়ানডে খেলেছেন বাঁ-হাতি এই ওপেনার। ১৪টি সেঞ্চুরি ও ৫৬ ফিফটিতে দেশের পক্ষে সর্বোচ্চ ৮৩১৩ রান এসেছে তার ব্যাট থেকে। এছাড়া ৭৮টি টি-২০ খেলেছেন তিনি। - সমকাল রিপোর্ট
জুলাই ৬, ২০২৩
এসবিডি/এবি/
মন্তব্য করুন: