• ঢাকা

  •  বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

খেলার মাঠে

বেলকুচিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি:

 প্রকাশিত: ২১:২৩, ২৫ জুলাই ২০২৩

বেলকুচিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত

ছবি: সময়বিডি.কম

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বেলকুচি পৌরসভা পর্যায়ে দিনব্যাপী বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

এতে চালা মুকন্দগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চক সোহাগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে শেরনগর নতুনপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বেলকুচি পৌরসভার আয়োজনে এ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা সভাপতিত্ব করেন। 

পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল।

ফাইনাল খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চক সোহাগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে চালা মুকন্দগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চালা মুকন্দগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইবেকারে ২-০ গোলে চর দেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। 

এ সময় বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, ইন্সট্রাক্টর ইউআরসি নাজিম কামরান, পৌর প্যানেল মেয়র-১ ইকবাল রানা, প্যানেল মেয়র-২ মাহবুবুল আজাদ তারেক, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রামকৃষ্ণ মজুমদার, কাউন্সিলর ফজলুর রহমান (ফজল) ইসমাইল হোসেন, মহিলা কাউন্সিলর মোছাঃ স্বর্ণা পারভীন, নার্গিস বেগম উষা, শাপলা খাতুন, অংশগ্রহণকারী বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জুলাই ২৫, ২০২৩

মৃণাল সরকার মিলু/এবি/

মন্তব্য করুন: