চাটমোহরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠি
ছবি: সময়বিডি.কম
পাবনা: পাবনার চাটমোহরে স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় চাটমোহর সরকারি আর সিএন অ্যান্ড বিএসএন পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে এ প্রতিযোগিতার ফাইনালে চারটি দল অংশগ্রহণ করে।
বালিকা দলের খেলায় হরিপুর বালিকা বিদ্যালয় নিমাইচড়া বালিকা বিদ্যালয়কে ট্রাইবেকারে ৪-২ গোলে পরাজিত করে। বালক দলের খেলায় রামচন্দ্রপুর আলিম মাদরাসা ২-০ গোলে ডিবিগ্রাম ইউনিয়ন উচ্চবিদ্যালয়কে পরাজিত করে।
খেলা শেষে পুরস্কার বিতরণ করেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিম।
এ সময় চাটমোহর উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ইছাহক আলী, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক ফিরোজা পারভীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মগরেব আলী, সাবেক চেয়ারম্যান নবীর উদ্দিন মোল্লা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, সুপারিনটেনডেন্ট সাইদুল ইসলাম, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সেপ্টেম্বর ১২, ২০২৩
ইকবাল কবীর রনজু/এবি/
মন্তব্য করুন: