• ঢাকা

  •  বুধবার, জানুয়ারি ২২, ২০২৫

খেলার মাঠে

গৌরীপুরে বন্যার্তদের তহবিল সংগ্রহে ফুটবল ম্যাচ

সুজিত দাস, বিভাগীয় প্রতিনিধি

 প্রকাশিত: ০৯:০১, ৩ সেপ্টেম্বর ২০২৪

গৌরীপুরে বন্যার্তদের তহবিল সংগ্রহে ফুটবল ম্যাচ

ছবি: সময়বিডি.কম

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহ করতে প্রীতি ফুটবল ম্যাচে অনুষ্ঠিত হয়েছে। এই ফুটবল ম্যাচ দেখতে মাঠে ছিল বিপুল সংখ্যক দর্শক উপস্থিতি।

সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে গৌরীপুর স্টেডিয়ামে নেত্রকোণা জেলা একাদশ বনাম গৌরীপুর উপজেলা একাদশের মাঝে অনুষ্ঠিত এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলা দেখতে প্রচণ্ড রোদ উপেক্ষা করে সহস্রাধিক দর্শক উপস্থিত হয়েছিলেন মাঠে। খেলায় নেত্রকোণা জেলা একাদশ ২-০ গোলে বিজয়ী হয়। 

কোনো টিকিটের ব্যবস্থা না থাকলেও উপস্থিত দর্শকরা বন্যার্তদের জন্য সহায়তাবাক্সে নিজ উদ্যোগেই আর্থিক অনুদান দিয়েছেন। 

এ ব্যাপারে আয়োজকদের সহযোগিতা করেছেন বাংলাদেশ স্কাউটসের গৌরীপুর শাখার সদস্যরা। 

গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. শাকিল আহমেদের সভাপতিত্বে এবং গৌরীপুর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি শেখ বিপ্লবের ধারাভাষ্যে অনুষ্ঠিত এ খেলা পরিচালনা করেন সাবেক ক্রীড়াবিদ নজরুল ইসলাম, মন্জুর আহমেদ বাহার, ফখরুল ইসলাম ও মোস্তফা মনা।

এতে উপস্থিত ছিলেন- গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর সুজিত চন্দ্র দাস, সাবেক ফুটবলার মাইনুস ছালাম রিপন, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পলাশ মাজহার, সাবেক ফুটবলার মোয়াজ্জেম, হারুন, ক্রিকেটার হাক্কেল মবিন মুন্সী প্রমুখ।

এসকেডি/এবি

মন্তব্য করুন: