১৮ বছরের তপস্যা ব্যর্থ হলো নাগমার
নাগমা, যার ভালো নাম নন্দিতা অরবিন্দ মোরারজী। বলিউডের একসময়ের নামী অভিনেত্রী। যিনি বর্তমানে কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত। রবিবার কংগ্রেস ১০ রাজ্যসভার প্রার্থীর নাম ঘোষণার পরেই দলে অশান্তির বাতাবরণ। ক্ষুব্ধ অভিনেত্রী-কংগ্রেস নেত্রী নাগমা। তিনি জানিয়েছেন, তার ১৮ বছরের তপস্যা ব্যর্থ হলো।
১১:০৬ এএম, ৩০ মে ২০২২ সোমবার