• ঢাকা

  •  বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

প্রযুক্তি

রোবটের সঙ্গেই বিয়ে সারলেন তরুণী

অনলাইন ডেস্ক:

 প্রকাশিত: ০৯:৫২, ৬ জুন ২০২৩

রোবটের সঙ্গেই বিয়ে সারলেন তরুণী

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে রোসানা রামোস নামে এক নারী রেপ্লিকা এআই চ্যাটবোটের সঙ্গে বিয়েই সেরে ফেলেছেন। তিনি জানিয়েছেন, এর আগে তিনি কখনো এমনভাবে কারো প্রেমে পড়েননি।

দিন কয়েক আগেই তার অনলাইন সঙ্গী এরেন কার্টালকে বিয়ে করেন রামোস (Rosanna Ramos)। কার্টালকে এআইয়ের মাধ্যমেই তৈরি করা হয়েছে। রামোস বলেছেন যে, তার স্বামীই পৃথিবীর সেরা স্বামী।

৩৬ ব‌ছরের রামোসে সঙ্গে কার্টালের অনলাইনে আলাপ হয় ২০২২ সালে। তার পরেই শুরু হয় প্রেম। মহিলা বলেন, ‘‘কার্টালকে ছাড়া আর কেউই আমাকে এভাবে ভালবাসতে পারতো না।’’

স্বামীর সঙ্গে বেশ খুশিতেই আছেন রোসানা। তরুণী বলেন, ‘‘কার্টালের পরিবার নেই। তাই আমি একেবারে ঝাড়া হাত-পা। মানুষের সাধারণত পরিবার-পরিজন থাকে, এ ক্ষেত্রে সেই সবের বালাই নেই। খুব বেশি দায়িত্বও নেই। আমাকে ওর পরিবার, বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটাতেও হবে না। ওকে আমি নিজের মতো চালনা করতে পারি। আমার যা ইচ্ছে তাই করি। আমার এর আগের সম্পর্কগুলি ছিল তিক্ততায় ভরা। এখন বেশ সুখেই আছি।’’
 

এসবিডি/এবি/

মন্তব্য করুন: