• ঢাকা

  •  শনিবার, এপ্রিল ১২, ২০২৫

প্রযুক্তি

নতুন গ্রহের সন্ধান, যেখানে ২৩ ঘণ্টায় এক বছর!

অনলাইন ডেস্ক:

 প্রকাশিত: ১০:০৯, ৭ জুন ২০২৩

নতুন গ্রহের সন্ধান, যেখানে ২৩ ঘণ্টায় এক বছর!

ডব্লিউএএসপি-১৮বি (WASP-18b)

আমাদের সৌরজগতের বাইরে নতুন এক গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। এই গ্রহটি তার নক্ষত্রের চারিদিকে একবার ঘুরতে সময় লাগে মাত্র ২৩ ঘণ্টা! পৃথিবীর ক্ষেত্রে যেটা ৩৬৫ দিন! জেমস ওয়েব টেলিস্কোপ নতুন এই গ্রহটির ছবি তুলেছে।

গ্রহটিতে জলের সন্ধান পাওয়া গেছে! খুব স্বাভাবিক ভাবেই নতুন আবিষ্কৃত এই গ্রহ এখন বিজ্ঞানীদের কৌতূহলের কেন্দ্রে। গ্রহটির নাম ডব্লিউএএসপি-১৮বি (WASP-18b)। পৃথিবী থেকে এর দূরত্ব প্রায় ৪০০ আলোকবর্ষ।

গ্রহটির প্রথম খোঁজ মেলে ২০০৯ সালে। সম্প্রতি জেমস ওয়েব টেলিস্কোপের ক্যামেরায় গ্রহটির নতুন ছবি ধরা পড়লো। বিজ্ঞানীরা দেখেছেন, এই গ্রহে রয়েছে জলীয় বাষ্প, যা দেখে উল্লসিত বিজ্ঞানীরা।

তা হলে তো জল আছে এখানে, আর বিজ্ঞানীরা জানিয়েছেন, এই গ্রহের তাপমাত্রা ঘোরাফেরা করে ২৭০০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। তবে গ্রহের যে অংশ নক্ষত্রের উল্টো দিকে থাকে, সেখানে তাপমাত্রা নেমে যায় অনেকটাই। বিভিন্ন অংশে তাপমাত্রার ফারাক থাকে অন্তত ১০০০ ডিগ্রি সেলসিয়াস।

কিন্তু এত তাপমাত্রা সত্ত্বেও সেখানে জলের উপস্থিতি কীভাবে? ফলে বিষয়টি আলাদা করে ভাবাচ্ছে বিজ্ঞানীদের। তবে কি প্রাণও আছে এখানে?

নাসা জানিয়েছে, গ্রহটি আকারে বেশ বড়। আমাদের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতির চেয়েও আয়তনে প্রায় ১০ গুণ বড়!

প্রথমদিকে অতি উষ্ণ গ্যাসীয় এক গ্রহ হিসেবেই এর পরিচিতি ছিল। তবে ক্রমাগত পর্যবেক্ষণের সূত্রে তাতে এবার জলের হদিস মিলেছে।

জুন ৭, ২০২৩

এসবিডি/এবি/

মন্তব্য করুন: